মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : কেশপুর ভোটের বুথের উদ্দেশ্যে রওনা ভোট কর্মীদের

Lok Sabha Election 2024 : Voting workers leave for Keshpur polling booth

The Truth Of Bengal :  শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :  রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে ঘাটাল, মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলায় রয়েছে ভোট। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার ডিসিআরসি হয়েছে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে। শনিবার সকাল থেকেই শুরু হবে ভোট উৎসব, তার আগের দিন অর্থাৎ শুক্রবার সকাল থেকেই দেখতে পাওয়া গেল কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় থেকে বিভিন্ন বুথে বুথে যাওয়ার জন্য ডিসিআরসিতে ভোট কর্মীদের লাইন।

ভোট কর্মী প্রদীপ কুমার মাইতি বলেন, “ভয় তেমন লাগছে না শুনেছি আমাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরাও থাকবে। তাই পুলিশ প্রশাসন যদি সঙ্গে থাকে ভয় লাগার কোন বিষয় নেই। চেষ্টা করছি আনন্দের সঙ্গে কেশপুরে ভোটের কাজ করার।” আরেক ভোটকর্মী কাজল চক্রবর্তী জানান, “শুনেছি প্রত্যেক বুথে ৬ থেকে ৭ জন করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকবে। যদি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষীরা সঙ্গে থাকে তাহলে কোন অসুবিধা হবে না। আমরা কাজ করতে এসেছি, তাই যেভাবে হোক কাজ করে বাড়ি ফিরতে হবে।”

Related Articles