Lok Sabha Election 2024 : নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করতে পুলিশ কমিশনার এর নেতৃত্বে শুরু রুট মার্চ
Lok Sabha Election 2024 : Route march started by the administration to make the elections fair and peaceful

The Truth Of Bengal : উজ্জ্বল দাসগুপ্ত, পশ্চিম বর্ধমান আসানসোল:- আসানসোল লোকসভা কেন্দ্রে শুক্রবার জেলাশাসক ও পুলিশ কমিশনার এর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী সহযোগে রুটমার্চ করা হয় । এদিন আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দিলদার নগর এলাকায় করা হয় রুটমার্চ ।আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এই রুটমার্চ অংশ গ্রহণ করে । এদিন এই রুটমার্চ এ উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী,জেলাশাসক এস পান্নাবলম সহ অন্যান্য পুলিশ অধিকারীকেরা।
এই বিষয়ে জেলাশাসক এস পান্নাবলম বলেন রুটমার্চ এ সাধারণ মানুষদের সাথে কথা বলা হয়েছে। যাতে তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারে সেই বিষয়ে সমস্ত প্রকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে । সাধারণ মানুষকে নির্বাচন নিয়ে অভয় প্রদান করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সাধারণের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মূলত উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে রুট মার্চের পরিমান বাড়ানো হয়েছে।
এখনো পর্যন্ত ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে আসানসোলে।যাদের প্রতিটি থানার অন্তর্গত এলাকার বিভিন্ন স্থানে রুটমার্চ করানো হচ্ছে প্রতিদিন । নির্বাচনের দিন যত এগিয়ে আসবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়বে।