Lok Sabha Election 2024 : অন্য মেজাজে TMC প্রার্থী মিতালি বাগ, প্রচারের ময়দানে নেমে কি করলেন এবার?
Lok Sabha Election 2024 : In a different mood, TMC candidate Mithali Bagh, what did he do in the campaign field?

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : যতই ভোটের দিন এগিয়ে আসছে ততই নতুন চমক দিচ্ছেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ। কখনো প্রচারে গিয়ে গাইছেন গান, আবার কখনো ভাজছেন চপ।
বৃহস্পতিবার সকালে খানাকুলের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে দেখা যায় আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগকে।
প্রচারের প্রথমে খানাকুলের হানুয়া মন্দিরে পুজো দেয় তৃণমূল পার্থী। তারপর খানাকুলের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে প্রচারের মাঝে দোকানে ঢুকে নিজের হাতে ভাজে চপ। সেই ভাজা চপ খাওয়ানো হয় কর্মী সমর্থকদের। বৃহস্পতিবার এমন ভাবেই প্রচারে চমক দেখা যায় খানাকুলে। একদিন আগেই গানের সুরে প্রচার জমিয়ে তুলেছিলেন তিনি। হুড খোলা গাড়িতে চড়ে গান গেয়ে প্রচার করেছিলেন।
বৃহস্পতিবার খানাকুলে প্রচারে বেরিয়ে দোকানে ঢুকে চপ ভেজতে দেখা যায়। পাশাপাশি খানাকুলের বিভিন্ন এলাকায় তৃণমূলের কর্মীদের নিয়ে পায়ে হেঁটে ও হুড খোলা গাড়িতে প্রচার করেন। একদিকে কাঠ ফাটা রোদ, অন্যদিকে চড়া রোদকে উপেক্ষা করেই প্রচার সারছেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ।