মসনদের লড়াইরাজ্যের খবর

Lok Sabha Election 2024 : রায়গঞ্জের প্রতিটি বুথে ২টি করে ব্যালট ইউনিট, বাকি দুটি লোকসভা কেন্দ্রে ১ টি, কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

Lok Sabha Election 2024 : 2 ballot units in each booth of Raiganj, 1 in the remaining two Lok Sabha constituencies, but why such a decision?

The Truth Of Bengal : আগামী ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন। ওই দিন ভোট গ্রহণের কথা রয়েছে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং লোকসভা কেন্দ্রে। সেই কারনেই এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে থাকতে চলেছে দুটি করে ভোট যন্ত্র বা দুটি করে ব্যালট ইউনিট। ওই দুটি ব্যালট ইউনিটে থাকবে প্রার্থীদের নাম। অপরদিকে বাকি দুটি লোকসভা কেন্দ্রে থাকছে একটি করে ভোট যন্ত্র বা ব্যালট ইউনিট।

এবারে যেকোনো মানুষেরই মনে প্রশ্ন আসতেই পারে শুধুমাত্র রায়গঞ্জে কেন দুটি করে ভোট যন্ত্র থাকতে চলেছে ? কারন যে তিনটি লোকসভা কেন্দ্রে আগামী ২৬ এপ্রিল নির্বাচন রয়েছে তার মধ্যে রায়গঞ্জে প্রার্থীর সংখ্যা থাকছে সবচেয়ে বেশি। ওই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা হল ২০জন। আর একটি ব্যালট ইউনিটে সর্বোচ্চ ১৬ জন প্রার্থীর নাম থাকা সম্ভব। যেহেতু এবারে ১৬ জনের বেশি প্রার্থী রয়েছে তাই এই লোকসভা কেন্দ্রে দুটি ব্যালট ইউনিট ব্যবহার করতে হচ্ছে কমিশনকে।

এই দুটি ব্যালট ইউনিট থেকে ভোটারদের খুঁজে নিতে হবে নিজের পছন্দের প্রার্থীকে। শুধুমাত্র রায়গঞ্জ নয়, ১৬ জনের প্রার্থী যেসব লোকসভা কেন্দ্রে থাকবে সে ক্ষেত্রেই ব্যবহার হবে দুটি করে ব্যালট ইউনিট। ভোট দেয়ার সময় ভোটারদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে কমিশন। শুধুমাত্র একটা ব্যালট ইউনিট দেখে ভোটাররা ভোট দিতে গেলে সকল প্রার্থীদের নাম পাবেন না। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এ বিষয়ে সচেতন করতে চাইছে ভোটারদের।

 

Related Articles