lok sabha election 2024: সোমবার বাংলার দুটি বুথে ফের নির্বাচন
lok sabha election 2024: Elections will be held again in two booths of Bengal on Monday

The Truth of Bengal: সোমবার লোকসভা ভোটের পুনর্নির্বাচন। বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু’টি বুথে পুনর্নির্বাচন। বারাসতের দেগঙ্গায় এবং মথুরাপুরে কাকদ্বীপে হবে ভোটগ্রহণ। সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই দুটি বুথে চলবে ভোটগ্রহণ। বিজ্ঞপ্তি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন।
শনিবার শেষ হয় লোকসভা নির্বাচন। চব্বিশের লোকসভা নির্বাচন ছিল আট দফায়। সাত দফায় কোনও আসনের কোনও বুথে পুনর্নির্বাচন করতে হয়নি নির্বাচন কমিশনকে। কিন্তু অষ্টম দফায় বাংলায় দুটি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার ৩ জুন বারাসত ও মথুরাপুর লোকসভার দুটি বুথে পুনরায় ভোট নেওয়া হবে। বাংলার যে দুটি বুথে পুনর্নির্বাচন হবে তা হল বারাসতের দেগঙ্গায় কদম্বগাছির সর্দারপাড়া ৬১ নম্বর বুথ এবং মথুরাপুরে কাকদ্বীপে ২৬ নম্বর বুথে শ্রীচৈতন্য বিদ্যাপীঠে হবে ভোটগ্রহণ।
শেষ দফার নির্বাচনে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে ১২ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা। সেই তালিকায় ছিল সন্দেশখালি, ডায়মন্ড হারবারের মতো একাধিক লোকসভা কেন্দ্র। কিন্তু কমিশন সিদ্ধান্ত নেয়, দেগঙ্গা ও কাকদ্বীপে দু’টি বুথে পুনর্নির্বাচনের।