Lok Sabha election 2024 : লোকসভা নির্বাচনের আগে প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী জয়ন্ত রায়
Lok Sabha election 2024 : BJP candidate Jayant Roy is busy campaigning before the Lok Sabha elections

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান – ফুলবাড়িতে ভোটের প্রচার সারলেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়।শনিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় প্রচারে সারেন তিনি।
এদিন সকালে গোড়ামোড় থেকে প্রচার ও জনসংযোগ শুরু করেন জয়ন্ত কুমার রায়। এরপর ভোলামোড় হয়ে পুটিমারি জগন্নাথ মন্দিরে পুজো দেন। তারপর ফুলবাড়ির বিভিন্ন এলাকায় প্রচার সারেন। এর পাশাপাশি ফুলবাড়ি পশ্চিম ধনতলা দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।সেখানে তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে বেশকিছু কর্মী সমর্থক জয়ন্ত কুমার রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। দিনভর বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় ভারতের জনতা পার্টির পক্ষ থেকে। সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। এদিন ভোটের প্রচারে বেরিয়ে জয়ন্ত কুমার রায় জানায় খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি জেলার জুড়ে। ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় প্রচুর মানুষ এগিয়ে এসে জানাচ্ছে তোমার সাথে আছি আমরা।
এভাবেই সাধারণ মানুষের সমর্থ পেয়ে খুশি সকলে। জলপাইগুড়ি জেলায় সবচেয়ে বেশি ভোটে লিড হবে ডাবর আম ফুলবাড়ী এলাকায়। স্বচ্ছ ভারত করবার জন্য ভারতীয় জনতা পার্টি সাথে থাকবে জনসাধারণ এই আশা রাখছি। গতবারে তুলনায় জয়ের জন্য ভোটের ব্যবধান বাড়বে। সাধারণ মানুষ এই রাজ্যে সরকারকে আর চায়না। আর সেই কারনে লোকসভা ভোটে তা বুঝিয়ে দেবে। সাধারণ মানুষ ও কর্মীদের উল্লাস দেখে সকলে আপ্লুত। ফুলবাড়ী এলাকায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে আজ। সকাল থেকেই বেরিয়ে মন্দিরে পূজো দিয়ে ভোটের রোজা শুরু করা হলো। তাদের জনসাধারণের ভালো ছাড়া পাওয়া যাচ্ছে।