মসনদের লড়াইরাজ্যের খবর

Lok Sabha Election 2024 : পাখির চোখ লোকসভা নির্বাচন, মালদায় দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Lok Sabha Election 2024 : Bird's eye Lok Sabha elections, Abhishek Banerjee at party meeting in Malda

The Truth Of Bengal :  সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নেমে পড়েছেন প্রচারের ময়দানে। শুরু করেছেন একের পর এক সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে ঘরোয়া বৈঠক। এবার বৈঠকে ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক রয়েছে অভিষেকের।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দুটি লোকসভা আসন অর্থাৎ মালদহ উত্তর এবং দক্ষিণ এই দুটিতেই জয়লাভ করতে পারেনি তৃণমূল কংগ্রেস। আর এবার উত্তর মালদহতে তৃণমূলের প্রার্থী করা হয়েছে প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে দক্ষিণ মালদায় তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে শাহনাওয়াজ আলি রায়হানকে। শুক্রবার তাদের সাথে ঘরোয়া বৈঠকে ব্যস্ত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট চাইতে এবং দলীয় নেতাদের নির্বাচনী রণকৌশল সম্পর্কে ওয়াকিবহাল করতে মালদায় বৈঠক করবেন তিনি।

 

Related Articles