Lok Sabha Election 2024 : নির্বাচনী রণকৌশল তৈরিতে ব্যস্ত বীরভূমের সিপিএম সংগঠন
Lok Sabha Election 2024 : Birbhum's CPM organization is busy preparing its election strategy

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : বীরভূমে লোকসভা ভোটের রণকৌশল তৈরি করতে আলোচনা সভা অনুষ্ঠিত হল সিউড়ি সিপিআইএম জেলা কার্যালয়ে। মঙ্গলবারের এই সভায় উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বীরভূম জেলায় বারবার সিপিএম সংগঠন তাদের প্রার্থী দেওয়ার কথা বলে এসেছেন। কিন্তু সেটা না হয়ে বোলপুর লোকসভা পায় সিপিএম। অপরদিকে বীরভূম লোকসভা পায় কংগ্রেসের মিল্টন রশিদ। প্রসঙ্গত, ২৪ শে মার্চ সাংবাদিক বৈঠক করে বারবার সূর্যকান্ত মিশ্র বলেছিলেন, “বীরভূম লোকসভার সংগঠন তাদের মজবুত রয়েছে। বীরভূম লোকসভা তারা পেলে খুব ভালো হত। কিন্তু সেটা হয়নি। তবে জোট হয়েছে কেন্দ্রীয় বিজেপি ও রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে তারা ভোট করবেন, আর তারই আগে বৈঠক করলেন জেলা নেতৃত্ব, জোটের কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ সহ সিপিএমের উদ্বোধন নেতৃত্বরা। সেই বৈঠকের মূল বিষয় ছিল কিভাবে লোকসভা ভোট পরিচালনা হবে, কোথায় কোথায় প্রচার সারা শুরু করতে হবে, কবে থেকে শুরু করা হবে, এখনো পর্যন্ত দেয়াল এখন কি অবস্থায় রয়েছে, কাকে কোন জায়গায় দায়িত্ব দেওয়া হবে, কোথায় কংগ্রেসের কি পরিস্থিতি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও ভোট প্রচারের বাধা-বিপত্তি এলে কিভাবে তার মোকাবেলা করবে এই সমস্ত বিষয়ে মঙ্গলবার আলোচনা করেন। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা সিপিআইএমের গৌতম ঘোষ, প্রাক্তন সাংসদ বোলপুর লোকসভার রামচন্দ্র ডোম সহ কংগ্রেসের চঞ্চল চ্যাটার্জী কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ সহ একাধিক কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব।