lok sabha election 2024: ভোট ‘চতুর্থীতে’ বাংলার ৮ কেন্দ্র, নজরে দুই বিশ্বকাপজয়ীর লড়াই
lok sabha election 2024: Bengal's 8 centers in the 'fourth' of the vote, two World Cup winners in the spotlight

The Truth of Bengal: চতুর্থ দফার ভোটে রাজ্যে নজরকাড়া লড়াই হতে চলেছে বর্ধমান-দুর্গাপুর ও বহরমপুর লোকসভা কেন্দ্রে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বিশেষ ভাবে নজর কাড়ছেন দুই তৃণমূল প্রার্থী। লড়ছেন বিশ্বকাপজয়ী কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান। দুই কেন্দ্রে তাঁদের উল্টোদিকে আছেন ওজনদার প্রার্থী। দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের জন্য এই দুই কেন্দ্র বিশেষ ভাবে নজর কাড়ছে। সোমবার ১৩ মে রাজ্যের আট কেন্দ্রে চতুর্থ দফার ভোট। নজরকাড়া এই কেন্দ্রগুলিতে এবার জোরদার লড়াই হতে চলেছে। অনেক হেভিওয়েট প্রার্থীর মধ্যে বিশেষ ভাবে নজর কাড়ছেন দুই তৃণমূল প্রার্থী। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন কীর্তি আজাদ। অন্যদিকে, বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের হয়ে লড়ছেন ইউসুফ পাঠান। দুই কেন্দ্রে তাঁদের উল্টোদিকে আছেন ওজনদার প্রার্থী। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদের উল্টোদিকে আছেন বিজেপির দিলীপ ঘোষ। ইউসুফ পাঠানের লড়াই পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরির বিরুদ্ধে। ফলে এই দুই কেন্দ্র নিয়ে এবার বাড়তি নজর থাকছে রাজনৈতিক মহলের।
৬৫ বছর বয়সী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ যিনি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। তাঁর সরাসরি লড়াই দিলীপ ঘোষের বিরুদ্ধে। ২০১৯ সালে এই কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি। বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া মাত্র তিন হাজারের বেশি ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন। এই কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি। পদ্ম প্রতীকে লড়াই করছেন দিলীপ ঘোষ। অন্যদিকে, ময়দানে নেমে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এই কেন্দ্রে বামেরা প্রার্থী করেছে শিক্ষাবিদ সুকৃতি ঘোষালকে। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ৬টি আসনে থেকে জয় পেয়েছে তৃণমূল। শুধুমাত্র দুর্গাপুর পশ্চিম আসনটি যায় বিজেপির দখলে। ফলে দিলীপ ঘোষ হেভিওয়েট হলেও এখানে অ্যাডভান্টেজ কীর্তি আজাদ।
আর এক বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান লড়ছেন বহরমপুর কেন্দ্র থেকে। তবে তাঁর উল্টোদিকে আছে কংগ্রেসের অধীর চৌধুরির মতো নাম। ক্রিকেটজীবনে বড় ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত ছিলেন। বিশ্বকাপজয়ী টিমের সদস্য ছিলেন। ক্রিকেট মাঠে বরাবরই বেপরোয়া হিসেবে বিপক্ষের বোলারদের ওপর নির্মম ব্যাট চালাতে দেখা গিয়েছে তাঁকে। তবে এই ভোটের ময়দানে তাঁর সামনে অধীর চৌধুরিকে অনেকটা ব্রেট লি’র মতো হচ্ছে তাঁকে। কড়া বাউন্সার উড়ে আসছে তাঁর দিকে। সব সামলে ম্যাচ জেতা যে কতটা কঠিন তা ভাল ভাবেই বুঝতে পারছেন তিনি। কারণ বহরমপুরের মানুষ যতটা না কংগ্রেসকে ভোট দেয় তাঁর থেকে বেশি ভোট দেয় অধীর চৌধুরিকে। ফলে সেই অধীরের বিরুদ্ধে লড়াই যে খুব কঠিন তা বুঝতে পারছেন ইউসুফ। চতুর্থ দফার ভোটে বর্ধমান-দুর্গাপুর ও বহরমপুর কেন্দ্রে তাই বড়তি নজর থাকবে রাজনৈতিক মহলের। দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের জন্য এই দুই কেন্দ্র স্বাভাবিক ভাবেই নজর কাড়ছে।