মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : লোকসভা নির্বাচনের আগে দল বদলের হিড়িক রাজ্য জুড়ে

Lok Sabha Election 2024 : Ahead of the Lok Sabha elections, the frenzy of party switching across the state

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- এবার সিপিএমে ভাঙ্গন ধরাল বিজেপি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। প্রায় 100 পরিবার বিজেপিতে যোগ দিল। লোকসভা ভোটের আগে আরো শক্তি বৃদ্ধি বিজেপির জলপাইগুড়ি জেলায়। শনিবার বিজেপির প্রতিস্টা দিবস ছিল, সেই প্রতিষ্ঠা দিবস পালন করা হল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তা দাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি গ্রামে। সেই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে ২৫ বছরের পঞ্চায়েত সদস্য সিপিএমের পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে প্রায় ১০০ টি পরিবার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করলো। এছাড়াও এলাকার ৩০ টি পরিবার অন্য দল ছেড়ে বিজেপি যে যোগদান করে।

যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক কনভেনার নিতাই মন্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন অর্জুন মন্ডল, আসিস দে, বাদল রায় সহ একাধিক বিজেপি নেতা। এর ফলে লোকসভা ভোটের আগে আরো শক্তি বৃদ্ধি হল বিজেপির জলপাইগুড়ি জেলায়। এই বিশয়ে বিজেপির জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক কনভেনার নিতাই মন্ডল জানায় দলে দলে বিজেপিতে যোগদান করতে ইচ্ছে প্রকাশ করছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তা দাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমুল গুড়ি এলাকার সিপিএমের ২৫ বছরের পঞ্চায়েত সদস্য তৃণমূলের অত্যাচারের ফলে আজ প্রতিষ্ঠা দিবসের দিন পৃথিবীতে যোগদান করলো। সেই পঞ্চায়েত সদস্য পূর্ণেন্দু রায় কার নেতৃত্বে এলাকার ১০০ টি পরিবার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করে।

এছাড়াও এলাকার ৩০টি পরিবার তৃণমূল ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে এর ফলে আরও শক্তি বৃদ্ধি হল জলপাইগুড়ি জেলায় বিজেপির। এর ফলে লোকসভা ভোটে জলপাইগুড়ি আসনে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের ভোট অংক আরো বেড়ে গেল। অন্য দিকে এই বিশয়ে বিজেপির আশিস দে জানায় তৃণমূলের দ্বারা যারা অত্যাচারিত তাদের মধ্যে সিপিআইএম ও তৃণমূল ছেড়ে সাথে মোদিজীর উন্নয়ন দেখে বিজেপিতে যোগদান করলো এলাকার ১০০ পরিবার তথা ৩০০ ভোটার। অনেকেই তৃণমূলের চাপে পড়ে আসতে পারছে না কিন্তু বিজেপি কে সমর্থন করছে। তৃণমূল নেতার বাড়িতেও বিজেপির ভোটার রয়েছে। এই রাজ্য সরকারকে আর কেউ চাইছে না। অন্য দিকে বিজেপিতে যোগ দিয়ে পূর্ণেন্দু রায় জানায় সিপিএমে থেকে আর কোন কিছু হবে না। বর্তমানে ছন্নছাড়া সিপিএম দল। নরেন্দ্র মোদি উন্নয়ন দেখে বিজেপির যোগদান করলাম। এখন থেকে বিজেপির হয়ে কাজ করব, দল কে আরো শক্তিশালী করব। এলাকার প্রায় ১০০ পরিবার সিপিআইএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো বিজেপি যোগদান করলো।

Related Articles