Lok Sabha Election 2024 : চৈত্রের দাবদাহে নাজেহালের পর অবশেষে স্বস্তির বৃষ্টি, ফের নির্বাচনী প্রচারে ব্যস্ত রাজনৈতিক দল
Lok Sabha Election 2024 : After the scandal of Chaitra, finally rain of relief, political parties are busy with election campaign again

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী, আরামবাগ : চৈত্রের দাবদাহে হাঁস ফাঁস করছে রাজ্যবাসী । একদিকে রাজনৈতিক উত্তাপ অন্যদিকে প্রখর গ্রীষ্মের রৌদ্রে তাপমাত্রা পায় ৪০ ছুই ছুই । অবশেষে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে সকাল থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারন মানুষ। তাই সোমবার আবহাওয়া পরিস্থিতি অনুকূল হওয়ায় ভোট প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। দলীয় প্রার্থীদের নিয়ে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছে জোর কদম। সোমবার সকালে আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে গোঘাটের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন ঘুরে ঘুরে।
লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই প্রচারের জোর বাড়ছে রাজনৈতিক দলগুলি। এদিন সকাল থেকেই গোঘাট এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে পায়ে হেঁটে ঘুরে ঘুরে প্রচার করেন বাম প্রার্থী বিপ্লব মৈত্র। হুগলি জেলার অন্যতম বাম দুর্গ ছিল একসময় আরামবাগ মহকুমার গোঘাট সেই এলাকায় বাম প্রার্থী বিপ্লব মৈত্র গ্রামে ভোটারদের কাছে পৌঁছে তাদের আশীর্বাদ নিচ্ছেন। এলাকায় ঢুকতেই বাম সমর্থিত ভোটার ও সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা গেল প্রার্থীকে ঘিরেকে। তিনি গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফুল এবং মালা দিয়ে সংবর্ধনা করছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।
এদিন প্রচার ছেড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “কেন্দ্র এবং রাজ্য দুই সরকার দুর্নীতি সঙ্গে যুক্ত। তাই এই দুই সরকারকে উচ্ছেদ করার জন্য পশ্চিমবাংলা থেকে সাধারণ মানুষের কাছে বার্তা ছড়িয়ে দেন।” তিনি জেতার জন্য একশভাগ আশাবাদী এবং আত্মবিশ্বাসী সাধারণ মানুষ তাকেই সমর্থন করবে এবং নির্বাচিত করবেন এমনই বিশ্বাস তাঁর।