Lok Sabha Election 2024: নির্বাচনের আগে সিপিআইএম-বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ২১০ জন কর্মী সমর্থকের
Lok Sabha Election 2024: 210 workers supporters left CPIM-BJP and joined Trinamool before the elections

The Truth Of Bengal: পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানে অঞ্চল সভাপতি হাত ধরে বিজেপি এবং সিপিআইএম থেকে ২১০ জন তৃণমূল কংগ্রেসে জয়েন করল। এতে স্বাভাবিক ভাবেই খুশি তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, যুব-সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় লক্ষাধিক মানুষ কাটোয়ামুখি হয়েও শেষ পর্যন্ত সভাস্থলে পৌছাতে পারলেন না কয়েক হাজার মানুষ। কাটোয়া ২ব্লকের পলসোনা অঞ্চল থেকে ১৮টি বাসে প্রায় দু-হাজার মানুষ এই সভার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু দুটি বাসে প্রায় দু-শো মানুষ দাঁইহাটের নিকটবর্তী স্থানে যানজটে আটকে যায়। এরা সকলে শনিবার সিপিএম-বিজেপি থেকে তৃণমূলে যোগদানের উদ্দেশ্যে অভিষেক ব্যানার্জীর সভায় যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে যানজটে আটকে পড়লেও পলসোনা অঞ্চল সভাপতির হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ৫৮টি পরিবারের ২১০জন মানুষ। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিরবল মন্ডল।