মাতৃভাষা দিবস উপলক্ষে , ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর রক্তদান শিবিরের আয়োজন করা হল
On the occasion of Mother Language Day, blood donation camp was organized at Gopivallabhpur of Jhargram district

The Truth OF Bengal : নদী তীরবর্তী মানুষ জনেদের কাছে নদী মায়ের সমান । আর এই মাতৃসমা নদীকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে, বুধবার মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পালন করল সুবর্ণ রৈখিক পরিবার। সুবর্ণরেখা নদীর তীরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের সবুজে ঘেরা কুঠিঘাটে এই অনুষ্ঠান আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মাতৃসমা সবুর্ণরেখা নদীর জলে ফুল ছড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং অনুষ্ঠিত হয় সাহিত্য সম্মেলনও।
মাতৃভাষা প্রেমীরা সুবর্ণ রৈখিক ভাষায় কবিতা পাঠে অংশ নেন । সুবর্ণ রৈখিক পরিবারের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বিগত বছর গুলোর মতো এবারও গোপীবল্লভপুর হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি ইন হাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে , বুধবার রক্তদান শিবিরে প্রায় ২১ জন রক্তদাতা রক্তদান করেন। এবং এদিনের কর্মসূচিতে সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালকমন্ডলীর সদস্য-সদস্যা ও অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ।
Free Access