সরকারি কর্মচারীদের নয়া খবর, ৭ গুণ ভাতা বাড়াল রাজ্য সরকার
New news for government employees, the state government has increased the allowance by 7 times

Truth of Bengal: সরকারি কর্মচারীদের জন্য দারুন খবর আনলেন রাজ্য সরকার। ৭ গুণ ভাতা বাড়াল রাজ্য সরকার। ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চলছিল বহু দিন ধরে। আন্দোলনের মূল বক্তব্য ছিল কেন্দ্রীয় হারে ভাতা বাড়ানো। যতই সময় গড়াচ্ছিল আন্দোলনের হার ততোই বাড়ছিল। এরই মাঝে ভাতা বৃদ্ধি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। উল্লেখ্য, এই ভাতা সকল সরকারি কর্মচারীদের জন্য না। রাজ্যের সরকারি শিক্ষকদের একাংশ এবার থেকে বর্ধিত হাড়ে বিশেষ ভাতা পাবেন।
সরকারি কর্মচারীদের নয়া খবর, ৭ গুণ ভাতা বাড়াল রাজ্য সরকার#truthofbengal pic.twitter.com/JNnKRxJxj6
— TOB DIGITAL (@DigitalTob) November 3, 2024
কারা কারা পাবেন এই ভাতার সুযোগ?
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যেসব শিক্ষকরা যুক্ত তাদের জন্য পাঁচ থেকে সাতগুণ পর্যন্ত ভাতা বৃদ্ধি হতে চলেছে। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ, সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজারদের জন্য ভাতা বাড়তে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিআইরা ২০০০ টাকা, জয়েন্ট কনভেনাররা ২৫০০ টাকা, এবং তার অভিনেতা কার্ড ডিএসি রা ১৫০০’ টাকা করে ভাতা পাবেন। পরীক্ষার ভেন্যুর দায়িত্বে থাকা ৬০০ টাকা, সেন্টার ইনচার্জ ও ভেনু সুপারভাইজাররা ১৫০০ টাকা করে পাবেন। এবং যারা প্রশ্ন দেখভালের দায়িত্বে থাকবেন তারা পাবেন ৭০০ টাকা করে। রিপোর্ট অনুযায়ী এই ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের প্রায় ৮০ লক্ষ টাকার খরচ হতে চলেছে।