রাজ্যের খবরশিক্ষা

ভোটের আবহেই কি মাধ্যমিক,উচ্চমাধ্যমিকের রেজাল্ট? জানুন সম্ভাব্য দিনক্ষণ

Is the result of secondary, higher secondary?

The Truth of Bengal: এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথম দিকেই ফলাফল ঘোষণা হতে পারে উচ্চ মাধ্যমিকের। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্রের নম্বর জমা পড়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে৷ তবে তা কি সত্যি? এই দাবি খারিজ করছে পর্ষদ ও সংসদ। তাদের কথায় সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করলেও তার দিন-ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তাই কবে ফল প্রকাশ হবে তা এখনই বলা যাবে না।

” মনে করা হচ্ছে যেহেতু 29 ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল, তাই ওই তারিখ থেকে 90 দিনের মধ্যে অর্থাৎ 30 মে-এর মধ্যে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। এবার অনলাইনে উত্তরপত্রের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার দরুণ অনেক কম সময়েই প্রায় ১০০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর জমা পড়েছে। রাজ্যের পক্ষ থেকে সবুজ সঙ্কেত এলেই পরীক্ষার ফল প্রকাশ করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। ফল প্রকাশ হলেও ছাত্রছাত্রীদের সংবর্ধনা বা ফোন করে শুভেচ্ছা জানাতে পারবে কি রাজ্য সরকার? তা নিয়ে নির্বাচন কমিশনের মতামত নেবে রাজ্য বলেই সূত্রের খবর৷

প্রসঙ্গত, এই বছর মাধ্যমিক পরীক্ষায় 9 লাখ 23 হাজার 13 জন পরীক্ষার্থী ছিলেন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2675টি। পরীক্ষা শুরু হয়েছিল সকাল 9টা 45 মিনিটে এবং শেষ হয়েছিল দুপুর 1টায়। অপরদিকে, উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লাখ 90 হাজার 221। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা 827টি। মাধ্যমিকের মতো এবার উচ্চমাধ্যমিকেও পরীক্ষা শুরু হয়েছিল সকাল 9টা 45 মিনিটে৷ পরীক্ষা চলেছিল দুপুর 1টা পর্যন্ত।

Related Articles