শিক্ষা

আইসিএসই-দশম ও আইএসসি-দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশ বাড়ল পাশের হার,ফলাফলে এগিয়ে মেয়েরা

ICSE-10th and ISC-12th exam result release increased pass rate

The Truth of Bengal: ৩৭দিনের মাথায় আইসিএসই-দশম ও ৪৮দিনের মাথায় আইএসসি –দ্বাদশ পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। দুটি পরীক্ষাতেই ছেলেদের টেক্কা দিয়ে ভালো ফল করেছে মেয়েরা। আইসিএসই-দশমের পরীক্ষার পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আগের বছর যেখানে  পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ।আইএসসি –দ্বাদশের পরীক্ষার পাশের হার ৯৮.১৯ শতাংশ।গত বছর এই পাসের  ছিল ৯৬.৯৩ শতাংশ। পশ্চিমবঙ্গে পাশের হার ৯৭.৮০ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, ছাত্রদের পাশের ৯৯.৩১ শতাংশ।

দ্বাদশের পরীক্ষায়ও ছাত্রীরাই এগিয়ে, পাশের হার ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের ৯৭.৫৩ শতাংশ। আইসিএসই-দশমে   মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন, ছাত্র ১ লক্ষ ৩০, ৫০৬ জন  , ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন  । উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন।আইএসসি-দ্বাদশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন, ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন, ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন। পাশ করেছে ৯৮ হাজার ০৮৮ জন।দেশজুড়ে মেয়েদের লেখাপড়ার হার যে বাড়ছে এই পরীক্ষার ফলাফল দেখে মনে করছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

Related Articles