বুধবার উচ্চ মাধ্যমিকের ফল বেরবে,১০মে স্কুল থেকেই মার্কসিট পাবে পরীক্ষার্থীরা
Higher secondary result will be out on Wednesday, candidates will get marksheet from school on 10th May

The Truth Of Bengal: ৬৯দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,বুধবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন না।সেইমতো জানানো হয়েছে, দুপুর ১ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
ঠিক দু’ঘণ্টা পর দুপুর ৩টে থেকে অনলাইনে ফল দেখতে পাবেনপড়ুয়ারা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে এবং ডাউনলোডও করতে পারবে।
ওয়েবসাইটে ফল দেখার জন্য হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড। যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাবে সেগুলি হল, www.results.shiksha,www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ।১০মে শুক্রবার এই ফলাফল প্রকাশিত হবে। এবারই প্রথম তৎকাল পরিষেবা চালু করছে সংসদ।এবার মার্কসিটের নম্বরের পাশাপাশি পার্সেন্টেজও থাকবে।