সভ্যতা, ভব্যতা বলে কি কিছু থাকবে না?
Will there be no such thing as civilization and decency?

Truth Of Bengal: গরুর দুধে সোনা পাওয়া থেকে, পুলিশ-প্রশাসনকে হুমকি। আজব-উদ্ভট কথা বলে তিনি হাসির উদ্রেক সৃষ্টি করেন। আবার বিপক্ষ রাজনীতিবিদদের কু-কথায় বারবার নিশানা করেন। এখানে শেষ নয়, মা দুর্গা সম্পর্কেও স্পর্শকাতর কথা বলতে পিছুপা হন না। এইভাবে বারবার তিনি খবরের শিরোনামে আসেন। তিনি বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এর আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলতে শোনা গিয়েছে দিলীপকে। তাঁর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে অভব্যতার সীমা ছাড়িয়েছিলেন। যা নিয়ে গোটা রাজ্যে নিন্দার ঝড় চলে। দিল্লি থেকে তাঁর দল তাঁকে শো-কজ করে। নির্বাচন কমিশনও তাঁকে শো-কজ করে। থানায় এফআইআর-ও দায়ের হয়। তাও চুপ থাকেন না দিলীপ। সংযত হওয়ার বদলে নিজের সেই পরিচিত ইমেজ বজায় রেখেছেন তিনি।
এবার মহিলাদের বিক্ষোভের মুখে মেজাজ হারালেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রাস্তার উদ্বোধন করতে গিয়ে মহিলাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। মহিলাদের উদ্দেশে কু-কথা বলতে শোনা যায় তাঁকে। শুক্রবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে।
খড়্গপুরের ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে গেলে মহিলারা ঘিরে ধরে যখন বিক্ষোভ দেখান তখন কু-কথা বলতে শোনা যায় দিলীপ ঘোষকে। বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘৫০০ টাকা নিয়ে ঘেউ ঘেউ করে।’ কেন এখন তিনি এই রাস্তা উদ্বোধন করতে এসেছেন, এই প্রশ্ন তোলা হলে এক মহিলাকে ‘বাপ’ তুলে অসম্মান করেন। এখানেই তিনি থেকে থাকেননি।
সেই মহিলাকে ‘গলা টিপে দেবো’ বলে আক্রমণ করেন দিলীপ ঘোষ। কুকথা থেকে নানা উদ্ভট কথা বলায় তাঁর জুড়ি মেলা ভার। সেই দিলীপ ঘোষকে বারবার সমালোচনায় পড়তে হয়। তা সত্ত্বেও তিনি নিজেকে সংযত করেন না। যখন বিজেপি রাজ্য সভাপতি বা সাংসদ ছিলেন, তখন যে মেজাজে দেখা যেত তাঁকে, এখন সব কিছু না থেকেও একই মেজাজ ধরে রেখেছেন তিনি। একজন নেতার কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। এটা কবে বুঝবেন তিনি?