দুর্গাপুজো ২০২৪

অভিনব চিন্তা! জীবনসংগ্রামের লড়াই ফুটে উঠবে কোচবিহারের বিখ্যাত এই পুজো কমিটিতে

Fancy thinking! The struggle of life will unfold in this famous puja committee of Cooch Behar

Truth Of Bengal: কোচবিহার: বাঁচতে হলে বা জীবনে সাফল্য অর্জন করতে গেলে অলসের মতো ঘরে বসে থাকলে চলে না। তার জন্য সকলকে কাজ করতে হয়। নিজের অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে পৌঁছাতে দৌড়াতে হয়। লক্ষ্যপূরণে, জয়লাভের আশায় মানুষ দৌড়েই চলে। তবে শুধু মানুষই নয়, সমস্ত পশুপাখিরাও বাঁচার জন্য সময়ের সাথে লড়ায় করে নিজেদের প্রাণ অতি যত্ন করে ধরে রেখেছে। নিজেদের খাবার সংগ্রহ করতে প্রতিদিন তারা ছুটে চলেছে। এবার কোচবিহার শহর সংলগ্ন ছাট গুড়িয়াহাটি নেতাজি স্কোয়ার সংঘ পুজো কমিটি তাদের পুজোর থিমে তুলে ধরেছে সেই জীবনসংগ্রামের দৌড়কথা।

রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা রয়েছেন এই মণ্ডপসজ্জায়। বাঁশ, কাঠ, লোহা, প্লাস্টার অফ প্যারিস, অ্যালুমিনিয়াম, কাপড় সহ পরিবেশবান্ধব অত্যাধুনিক জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে এই মণ্ডপ। মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ফালাকাটা থেকে আসা ৩০ জন শিল্পী প্রায় দুই মাস ধরে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তৈরি করছেন এই মণ্ডপ। পুজো কমিটির কোষাধ্যক্ষ ফনিন্দ্রনাথ রায় জানান, ৫০ ফুট উঁচু এবং ১৫০ ফুট চওড়া তাঁদের এই মণ্ডপে জাহাজের নোঙর, গাড়ির স্টিয়ারিং, মাছ ধরার জাল, সাইকেল, ইঁদুর ধরার কল, পাখির খাঁচা, চেয়ার, তালা, শিকল, ঘড়ি, রকমারি চলমান পুতুল সহ নানাকিছু তুলে ধরা হবে। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা হবে জীবনের লক্ষ্যপূরণে সকলে দৌড়াচ্ছেন। তাঁদের সেই চলার পথে পদে পদে বিপদ রয়েছে, নানা প্রতিবন্ধকতাও রয়েছে, সে সব এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি আরো জানান ‘পুজোতে আমাদের এবার দুটো মূর্তি থাকবে। এছাড়া চন্দননগরের অত্যাধুনিক আলোকসজ্জা থাকবে। বড়-ছোট মিলিয়ে মোট ১৪টি আলোর গেট থাকবে। অষ্টমী ও নবমীতে দরিদ্রনারায়ণ সেবা হবে।’ প্রাথমিকভাবে পুজোর বাজেট ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। পরে এই বাজেট আরও বাড়তে পারে। ‘দ্বিতীয়াতে আমাদের পুজোর উদ্বোধন হবে। মুম্বই থেকে আসা শিল্পী মণ্ডপের উদ্বোধন করবেন।’ এছাড়া মন্দিরের পুজো উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠের মহারাজ। ক্লাব কর্তৃপক্ষের আশা অন্যান্যবারের মতো এবারও পুজোর ক’দিন তাদের পুজোমণ্ডপে মানুষের ঢল নামবে।

Related Articles