জোম্যাটো দিচ্ছে বাতিল করা খাবার কম দামে কেনার সুযোগ! নতুন এই উদ্যোগের কারণ কী?
Zomato is offering the opportunity to buy discarded food at a lower price! What is the reason for this new initiative?

Truth Of Bengal: অনেকেই অফিস থেকে বাড়ি ফেরার পথে অনলাইন অ্যাপ থেকে নানা খাবার অর্ডার করেন। তবে বাড়ি ফেরার পর যদি দেখা যায়, পরিবারের কেউ রান্না করে রেখেছে, তখন অর্ডার বাতিল করা ছাড়া উপায় থাকে না। কিন্তু সেই বাতিল করা খাবার কোথায় যায়? বেশির ভাগ ক্ষেত্রেই তা নষ্ট হয়।
খাবারের এই অপচয় রুখতেই নতুন পরিষেবা চালু করেছে অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা ‘জোম্যাটো’। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘ফুড রেসকিউ’। সংস্থা জানায়, বাতিল করা খাবার তারা প্রায় অর্ধেক দামে গ্রাহকদের কাছে বিক্রির ব্যবস্থা করেছে। সংস্থার প্রধান দীপেন্দ্র গোয়েল সামাজিক মাধ্যমে এই তথ্য শেয়ার করেছেন। প্রতি মাসে প্রায় ৪ লক্ষ অর্ডার বাতিল হয়, যা থেকে অনেক খাবার নষ্ট হয়ে যায়। এই অপচয় রোধ করতেই এমন উদ্যোগ নিয়েছে জোম্যাটো।
এই উদ্যোগের খবর পেয়ে অনেকেই আগ্রহী হয়েছেন এবং বাতিল করা খাবার কেনার পদ্ধতি জানতে চেয়েছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যে এলাকায় খাবারের অর্ডার বাতিল করা হয়েছে, সেই এলাকার তিন কিলোমিটারের মধ্যে থাকা গ্রাহকদের কাছে একটি বিশেষ বার্তা পাঠানো হবে। সেই বার্তার মাধ্যমে গ্রাহকরা চাইলে খাবার অর্ডার করতে পারবেন।
কিছু ক্ষেত্রে, খাবারের মান নিয়ে অযথা অভিযোগ দেখিয়ে অনেক গ্রাহক অর্ডার বাতিল করেন এবং টাকার দাবি করেন। তবে সঠিক প্রমাণ না থাকলে এই ধরনের অর্ডারে টাকার ফেরত দেওয়া হয় না। এইসব বাতিল করা খাবারই ফুড রেসকিউ পরিষেবার অধীনে গ্রাহকরা কম দামে কিনতে পারবেন।
এভাবে খাবারের অপচয় রোধের পাশাপাশি পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে জোম্যাটো। কম দামে খাবার পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় অনেকেই খুশি হয়েছেন এবং এই উদ্যোগকে প্রশংসা করছেন।