ব্যবসারাজ্যের খবর

কৃষি পরিকাঠামো বিকাশে প্রায় ৪৬কোটি টাকা অনুমোদন রাজ্য সরকারের

State Government on Agriculture Infrastructure

The Truth of Bengal: রাজ্যের গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি। এবার কৃষি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর,   কৃষি পরিকাঠামো তহবিল কৃষির বৈপ্লবিক উন্নয়ন ঘটাচ্ছে। প্রকল্পটি নিয়ে রাজ্যস্তরে মনিটরিং কমিটি গড়া হয়েছে।   চলতি বছর ৩১ জানুয়ারি নবান্নে বিভিন্ন জেলাকে নিয়ে প্রকল্পটি সম্পর্কে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। ইতিমধ্যে প্রকল্পটি জেলায় জেলায় ব্যাপক সাড়া ফেলেছে।

শিলিগুড়ির কাছে কাওয়াখালি বিশ্ববাংলা শিল্পীহাটে উত্তরবঙ্গ বিজনেস মিটে কৃষিদপ্তরের প্রধান সচিব জানান, কৃষি পরিকাঠামো বিকাশে ৪৬ কোটি টাকার প্রকল্প বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে স্বল্প সুদে দেওয়া হয়। কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পে হিমঘর,প্যাক হাউস তৈরি হচ্ছে। সরকারি সহায়তা আর প্রকৃতির অকৃপণ বৃষ্টির ফলে এবার রেকর্ড  পাটের ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।বাড়তে পারে ধানের ফলন।  ফলন বাড়লেই কৃষি অর্থনীতির গতি বাড়বে।উত্তরবঙ্গের আর্থ-সামাজিক বিকাশ আরও তরান্বিত হবে।

পাটের মতো নগদ শস্যের উ্তপাদনের দিকে চাষীদের ঝোঁক বেড়েছে।আগে মহাজনদের দাদন নিতে হত।এখন সরকারি সহজ শর্তে ঋণ থেকে পরিকাঠামো সৃষ্টি সবেতেই এই বাংলা বৈপ্লবিক –বিবর্তন হচ্ছে। এখন কৃষি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে দু’কোটি টাকার প্রজেক্ট গড়তে সহজেই মিলছে ব্যাঙ্ক ঋণ। এ জন্য কোনওরকম কো-ল্যাটারাল সিকিউরিটি, ক্রেডিট গ্যারান্টি প্রয়োজন হচ্ছে না। সুদে তিন শতাংশ অনুদান মিলছে। তা সাতবছর পর্যন্ত পাওয়া যাবে।  বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য ও ভর্তুকি কৃষির মাণোন্নয়নও উত্পাদনকে বেশ গতি দিচ্ছে।

Related Articles