ব্যবসা

এই বছরই ২০,০০০ ফ্রেশার নিয়োগ করবে কগনিজ্যান্ট! কেন জানেন?

Cognizant will hire 20,000 freshers this year! Do you know why?

Truth Of Bengal: ২০,০০০ ফ্রেশার নিয়োগের পরিকল্পনা করছে তথ্যপ্রযুক্তি(আইটি) পরিষেবা প্রদানকারী সংস্থা কগনিজ্যান্ট। পরিচালিত পরিষেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-কে কাজে লাগিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে ট্যালেন্ট পিরামিড গঠন করতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

এক প্রেস কনফারেন্সে কগনিজ্যান্টের CEO রবি কুমার এস বলেন, “এই ২০,০০০ ফ্রেশার আমাদের পিরামিড গঠনে ভূমিকা রাখবে, কারণ আমরা এখন অনেক ম্যানেজড সার্ভিসেস সংক্রান্ত কাজ পাচ্ছি। ফলে আমাদের জনবল বৃদ্ধি ত্বরান্বিত হবে।” তিনি আরও বলেন, “এখন যেহেতু অর্গানিক গ্রোথ ফিরেছে, এটা আমাদের পিরামিড কাঠামো নতুন করে গঠনের জন্য ভাল সময়।”

আইটি সেক্টরে পিরামিড কাঠামো বলতে বোঝানো হয়, নিচের স্তরে অধিক সংখ্যক কম অভিজ্ঞ কর্মী এবং উপরের স্তরে কম সংখ্যক অভিজ্ঞ কর্মী। এর মাধ্যমে বেতন খরচ কম হয়।

যখন কগনিজ্যান্টের ভারতীয় প্রতিদ্বন্দ্বীরা ২০২৬ অর্থবছরের জন্য সুনির্দিষ্ট নিয়োগ লক্ষ্যমাত্রা প্রকাশ থেকে বিরত রয়েছে, তখনই এই নিয়োগ ঘোষণাটি করা হয়েছে।

তবুও, শীর্ষ পাঁচটি আইটি কোম্পানি চলতি অর্থবছরে মোট ৮০,০০০ থেকে ৮৪,০০০ আইটি চাকরি তৈরি করবে বলে অনুমান করা হচ্ছে। যদিও এই সংখ্যা বাস্তবে অনেকটা ভিন্ন হতে পারে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।