দুর্গাপুজো ২০২৪

দশমীর দিনে আদিবাসীদের পক্ষ থেকে পালন করা হল দাসাই উৎসব

Dasai festival is celebrated by tribals on tenth day

Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : নবমী থেকে বাড়ির পরিবারদের নিয়ে গ্রাম থেকে শহরের প্রতিটি বাড়িতে বাড়িতে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাদের নিত্য দেখিয়ে হাতে ময়ূরের পালক রেখে বাদ্যযন্ত্র সহকারে নাচ দেখিয়ে দেখিয়ে ভিক্ষার মাধ্যমে দশমীর দাসাই উৎসব পালন করেন।

তিন দিন ধরে চলে তাদের এই দেখাই উৎসব নবমী দশমী এবং একাদশী তারপরেই তারা তাদের বাড়ি ফিরে যায়। বিভিন্ন এলাকা থেকে এই সকল আদিবাসীরা দাসাই উৎসবে প্রতিটি গ্রামের মানুষ এলাকার মানুষকে নাচ দেখিয়ে মন জয় করে। ইচ্ছে মতন গতকাল থেকে রওনা দিয়ে আজ এবং দুদিন বিভিন্ন এলাকায় নাচ দেখাবেন হাতে থাকে তাদের মারাং গুরু কে নিয়ে তারা প্রতিটি এলাকায় এলাকায় ঘুরে নাচ দেখান ভিক্ষা রূপে চাল নাড়ু ও কিছু নগদ অর্থ তারার জোগাড় করেন সেগুলি গ্রামে নিয়ে গিয়ে একত্রিত মিলিত হয়ে উৎসবের মতন পালন করেন।

Related Articles