বাবার শাসনের পর থেকে নিখোঁজ নাবালিকা, চলছে তদন্ত
Missing minor girl since father's rule, investigation underway

Truth Of Bengal, Barsa Sahoo : বাবার বকুনি ও মার খাওয়ার পর রহস্যজনকেভাবে নিখোঁজ ১০ বছরের নাবালিকা। ওই নাবালিকার খোঁজ এখনও পাওয়া যায়নি। তদন্তে নিউটাউন থানার পুলিশ। বিভিন্ন জায়গায় নিখোঁজ পোস্টার ও মারা হয়। খুঁজে দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়।
নাবালিকার বাবা নাম হারান কাহার। বাবার দাবি, তার মেয়ের বয়স ১০ বছর। ২৮ সেপ্টেম্বর তিনি তার মেয়েকে বকেন এবং কয়েকটি চড়ও মারেন। তারপর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর ১লা অক্টোবর বিকেলে নিউটাউন থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে লাস্ট নিউটাউন জ্যোতিনগরের একটি মেলাতে সন্ধ্যেতে দেখা যায়। সেই সময় নাবালিকার সঙ্গে ছিল এক যুবক। পুলিশের তরফ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এলাকাবাসীদের ওই ছবি দেখিয়ে খোঁজ শুরু হয়। কিন্তু তাতেও কোনও খোঁজ এখনো পাওয়া যায়নি।
শুধু নিউটাউন থানা নয়, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও বিভিন্ন জায়গায় ওই নাবালিকার খোঁজ চালাচ্ছে। প্রশ্ন উঠছে, ২৮ তারিখ থেকে নাবালিকা নিখোঁজ থাকলে পরিবার কেন এত দিন পর থানায় নিখোঁজ ডায়েরি করল।
- বাবার শাসনের পর থেকে নিখোঁজ নাবালিকা
- ২৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ নাবালিকা
- নিখোঁজ নাবালিকা নিউটাউনের বেরিয়ে যায়
- ১ অক্টোবর নিখোজ ডায়েরি পুলিশের
- সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ