দুর্গাপুজো ২০২৪

মূল্যবৃদ্ধির ছ্যাঁকা রং-তুলিতে

The price of straw, soil, paint, cotton is increasing day by day

Truth of Bengal, বর্ধমান : আর দিন কয়েক পরেই পুজোর ঢাকে কাঠি পড়তে চলেছে। শিল্পীরা ব্যস্ত সঠিক সময়ে ক্রেতাদের হাতে প্রতিমা তুলে দিতে। এর মাঝেই একদিকে বৃষ্টি অপরদিকে খড় -রং-তুলির দাম ক্রমাগত বাড়ায় মৃৎ শিল্পীদের কাছে নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আকাশে পেঁজা তুলোর মতো মেঘের ঘনঘটা। আর মাটিতে কাশফুলের দোলা জানান দিচ্ছে পুজো দোড়গোড়ায়। কুমোরটুলিতে সে কারণে ব্যস্ততার তুঙ্গে। নাওয়া খাওয়া ভুলে দিন-রাত এক করে চলছে প্রতিমার কাজ। অক্লান্ত পরিশ্রম করে দুর্গা, লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশকে সাজিয়ে তোলার কাজে ব্যস্ত শিল্পীরা। তার মাঝেই বৃষ্টি বাদ সাধছে শিল্পীদের কাজে। প্লাস্টিকের আড়ালেই তাই প্রতিমা তৈরীর কাজ চলছে। বর্ধমান বড় নীলপুর  মোড় ব্যস্ততম রাস্তা। যেখানে অসংখ্য দুর্গার অসংখ্য প্রতিমা তৈরির কাজ করছেন শিল্পীরা। তার মধ্যে  সমস্যার হয়ে দাঁড়াচ্ছে মূল্যবৃদ্ধি ।

খড় , মাটি , রং,তুলির দাম দিনে দিনে বাড়ছে। বাড়েনি প্রতিমার দাম। উপরন্তু পুজো উদ্যোক্তারা এসে প্রতিমার দাম গতবারের মতো এক্ই রাখির অনুরোধ করছেন শিল্পীদের কাছে । বৃষ্টিতে নাজেহাল এর মধ্যেই মূল্য বৃদ্ধির ছ্যাকা শিল্পী মহলে চিন্তার কারণ তৈরি করেছে।

 

 

 

Related Articles