পুজোর মরশুম শুরুর আগে দেশজুড়ে কর্মী নিয়োগ করছে বিভিন্ন সংস্থা
Ahead of the Puja season, various organizations are hiring across the country

Truth Of Bengal : সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তাই রয়েছে কাজের চাপ। আর এই কাজের চাপ কিছুটা কমাতে পুজোর মরশুম শুরু হওয়ার আগেই দেশজুড়ে বিভিন্ন সংস্থা কর্মী নিয়োগ করছে। অনলাইন চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্ম অনুসারে জানা যায়, মরশুমের চাকরির সুযোগ গত বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে বলেই অনুমান অনেকের। নিয়োগের ক্ষেত্রে এই প্রক্রিয়া শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় সীমাবদ্ধ নেই। যে সমস্ত সংস্থাগুলি বাজারে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে সেইরকম দুই থেকে তিনটি শহরের সংস্থাগুলিও এই আওতায় পড়ছে।
মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি এবং কলকাতার মতো বড় শহরগুলির মেট্রোতে প্রত্যেক বছর প্রায় 18 থেকে কুড়ি শতাংশ নিয়োগ প্রক্রিয়া বেড়েছে। অপরদিকে, নাগপুর, জয়পুর, ভাদোদরা, কোচি, ভাইজাগ, মাদুরাই, গুরুগ্রাম, চন্ডিগড়, ইন্দোর, কোয়েম্বাটোর, সুরাট, ভুবনেশ্বর এবং ভূপালের মতো শহরগুলিতেও প্রায় ২২ থেকে ২৫ শতাংশ নিয়োগ বৃদ্ধি হয়েছে।
যেহেতু কোম্পানিগুলি তাদের বাজারের নাগাল প্রসারিত করতে এবং নতুন গ্রাহক বেস তৈরি করতে চায়।, তাই তারা ক্রমবর্ধমানভাবে টায়ার ২ এবং৩ শহরগুলিতে বেশি মনযোগ করছে। এর ফলে অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি হচ্ছে।
জানা যায়, 2024 সালে উৎসবের মরসুমে মোট ৫ টি পদে বেশি নিয়োগ করা হয়েছে। যেমন – ডেলিভারি এক্সিকিউটিভ, লজিস্টিক কোঅর্ডিনেটর, ইন-স্টোর সেলস এক্সিকিউটিভ এবং কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ইত্যাদি।
ইনডিড ইন্ডিয়ার সেলস প্রধান শশী কুমার বলেছেন, উৎসবের মরসুম হল ভারতজুড়ে ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এইভাবে নিয়োগ চললে ভারতে হয়তো আর চাকরির সংকট থাকবে না।
অনলাইন কেনাকাটা বৃদ্ধির কারণে ই-কমার্স নিয়োগে ৩৫ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এত পরিমানে কর্মী নিয়োগের কারনে বিভিন্ন অনলাইন ডেলিভারি আরো কম সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।