আন্তর্জাতিক

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ব্রিটেন নয় ভারতকেই স্থায়ী সদস্যর দায়িত্বে দেখতে চান মাহবুবানি

Mahbubani wants to see India as a permanent member of the UN Security Council

Truth Of Bengal: নিরাপত্তা পরিষদে ভারতকেই গুরুত্ব দিতে চাইছে কূটনীতিকেরা। তবে তা তখনই সম্ভব হবে যখন ব্রিটেন সেই পথ থেকে সরে দাঁড়াবে। এখন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দায়িত্বে রয়েছে ব্রিটেন। তবে সেই জায়গাটা যাতে ভারতকে দেওয়া হয় তার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের স্বার্থে সিঙ্গাপুরের প্রাক্তন কূটনীতিক ইতিমধ্যেই দাবি তুলেছেন।

তাঁর দাবিতে স্পষ্ট যে ব্রিটেনের বদলে ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক।‘‘আমেরিকা ও চিনের পরেই ভারত এই মুহূর্তে তৃতীয় শক্তিশালী দেশ’’ বলে বিবেচনা করলেন মাহবুবানি। এদিকে ব্রিটেন ক্রমশ তাঁর ক্ষমতা হারিয়ে ফেলছে। এখন আমেরিকার ভয়ে তটস্থ ব্রিটেন তাদের ভেটো ক্ষমতাও প্রয়োগ করেনি। ফলে তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে ভারতই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবার যোগ্য।

এই বিষয়ে কথা বলতে গিয়ে মাহবুবানি আরও বলেন, ‘‘বিশ শতকের গোড়ার দিকে লিগ অব নেশনস-এর পতন থেকে (রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠাতারা) একটি শিক্ষা নিয়েছিলেন— একটি বৃহৎ শক্তি যদি চলে যায়, তা হলে সংগঠন ভেঙে পড়ে। তাঁরা এ-ও বিশ্বাস করতেন যে, বর্তমান বৃহৎ শক্তিকেই সংগঠনে থাকতে হবে, অতীতকে নয়।’’ কূটনীতিকেরা দাবি করছেন, ব্রিটেন যদি নিজের ইচ্ছায় নিরাপত্তা পরিষদের স্থায়ী পদ ছেড়ে দেয়, তবে তা ব্রিটেনের জন্যই ভালো। কারণ তবে ব্রিটেন নিজের ইচ্ছেমতো স্বাধীন ভাবে কাজ করতে পারবেন।