রাজ্যের খবর

আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রাকৃতিক বাঁধার মুখে মৎস্যজীবীরা

Fishermen face natural barriers

Truth of Bengal: আবহাওয়ার খামখেয়ালিপনায় আর্থিক ক্ষতির মুখে উপকূলের মৎস্যজীবীরা। বঙ্গে দুর্যোগের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি। ফাকা হাতে ফিরছে মৎস্যজীবীদের ট্রলার। অন্যদিকে সপ্তাহ শুরুতে  বঙ্গে বজায় থাকছে দুর্যোগের পরিস্থিতি

আবহাওয়ার খামখেয়ালিপনা চিন্তা বাড়াচ্ছে মৎস্যজীবীদের। নিম্নচাপের ভ্রুকুটিতে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দীঘা সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দুর্যোগের এই পরিস্থিতিতে রবি ও সোমবার এই দুদিন উত্তাল  সমুদ্র। ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি। বারবার আবহাওয়া খারাপ থাকার কারণে সমুদ্রে গিয়ে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের ট্রলার। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ সহ সব মৎস্য বন্দরগুলিতেই একই ছবি। সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে ট্রলার। একদিকে প্রকৃতির খামখেয়ালিপনার জেরে  বারবার হাওয়া অফিসের তরফ থেকে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি অন্যদিকে বন্যার কারণে ঘোলা জলে মাছ ধরতে সমস্যায় পরতে হচ্ছে মৎস্যজীবীদের। বারবার প্রাকৃতিক বাঁধার মুখে

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অন্যদিকে উত্তরের পার্বত্য এলাকায় কালিম্পং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তাল সমুদ্রের কারণে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি।

Related Articles