
Truth Of Bengal: কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ খেলার সময় গুরুতর চোট পেয়ে ছিটকে যাওয়া মেসি আবার কবে মাঠে ফিরবেন তা নিয়ে স্পষ্ট কোন উত্তর মেসি না দিলেও উত্তর দিয়েছেন মায়ামির কোচ টাটা মার্টিনো। খুব শীঘ্রই তাঁর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কোচ টাটা মার্টিনো।
কোপা আমেরিকার এই ফাইনাল ম্যাচটা মেসি শেষ করেছিলেন চোখের জলে। ট্রফি জিতলেও চোটের জন্য মাঠ ছাড়েন তিনি। মেসির ক্লাব ইন্টার মায়ামি আগেই জানিয়েছিল চোটের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর লিগামেন্ট। মাসখানেক ধরে চলে সেই চিকিৎসা। আর তার ফলেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। পুরোদস্তুর সুস্থ এখনো না হলেও খুব শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে খবর। ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো নিশ্চিত করে জানিয়েছেন তারকা ফুটবলার লিওনেল মেসি খুব শীঘ্রই প্রশিক্ষণের জন্য দলে যোগ দেবেন এবং মরসুম শেষের আগেই তিনি মাঠে নামবেন।
তবে মেসি কবে যোগ দেবেন ইন্টার মায়ামিতে সেবিষয়ে নির্দিষ্ট তারিখ অবশ্য জানাননি মায়ামির কোচ। গত ১৪ই জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার সময় ৩৭ বছর বয়সী মেসি চোট পান, তারপর থেকে তারা হাঁটাচলাও কার্যত বন্ধ। এর ফলে মায়ামির অনেকগুলো ম্যাচে খেলা হয়নি তার। কলম্বিয়ার বিরুদ্ধে কোপা ফাইনালে খেলার বয়স তখন ৬৫ মিনিট তখন মেসি চোট পেয়ে ছিটকে যান।
লিও মেসি খুব শীঘ্রই মাঠে ফিরলেও তার অবসরের সময় এগিয়ে আসছে বলে মনে করছেন অনেকে। এবং এটাই তার শেষ কোপা আমেরিকা ছিল বলেও মত অনেকের। সব মিলিয়ে খুব শীঘ্রই মাঠে নামলেও কতদিন তা বয়ে নিয়ে যাবেন তা স্পষ্ট নয়। ১৪ জুলাই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কলম্বিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা জিতে নিয়েছে আর্জেন্তিনা। সেই ম্যাচেই মেসির চোট যা নিয়ে দুশ্চিন্তাতে পড়েন তিনি। সেই দুশ্চিন্তা কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন তিনি।