বিনা মূল্যে মিলবে ডিজেল! মোবাইল নেটওয়ার্কের টাওয়ারগুলো সচল রাখতেই এমন নির্দেশ
The order to give free diesel is to keep mobile network towers operational

Truth Of Bengal: মোবাইল নেটওয়ার্কের টাওয়ারগুলো যাতে সচল রাখা হয় সে জন্য বন্যাকবলিত ফেনী জেলাতে বিনা মূল্যে ডিজেল দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই নিয়ে নির্দেশনাও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবারের এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে। প্রয়োজনীয় বিদ্যুৎ না থাকার কারনে ফেনীর ৬৫৩টি টাওয়ারের মধ্যে ৭৮টি সচল রাখতে প্রচুর পরিমাণে ডিজেল প্রয়োজন হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উপদেষ্টার বরাতে। তাই এসব টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটরদের জেনারেটরগুলোর জন্য প্রয়োজনীয় ডিজেল বিনা মূল্যে দেবার নির্দেশ দেওয়া হয়েছে বিটিআরসিকে।
শুধু তাই নয়, মন্ত্রণালয় সূত্রে আরও জানা যাচ্ছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশ অনুযায়ী বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এ টাকা দেওয়া হবে। একটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ৭৮টি জেনারেটরে প্রতিদিন ৬ হাজার ৫৫২ লিটার ডিজেল ব্যবহার হয়। তাঁর জন্য দৈনিক দরকার ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা। বিদ্যুৎ সঞ্চালন যতক্ষণ না স্বাভাবিক হবে ততক্ষন পর্যন্ত বিনা মূল্যে ডিজেল সরবরাহ করা হবে।