রাজ্যের খবর

কলকাতা থেকে পুরী যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত ৬ জন

6 people injured in an accident on National Highway 16 on the way from Kolkata to Puri

Truth Of Bengal: কলকাতা থেকে পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুত্বর আহত হলেন ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের কেশিয়াড়ি থানার কলাবনির কাছে।

জানা গিয়েছে “এদিন সকালে কলকাতা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চার জন ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে পুরী যাওয়ার পথে কেশিয়াড়ি থানার কলাবনির কাছে একটি পোল্ট্রি মুরগি বোঝাই পিক আপ ভ্যান গাড়ি হঠাৎ করে বাম দিক থেকে ডান দিকে চেপে আসায় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পোল্ট্রি বোঝাই পিকআপ ভ্যান গাড়ির পিছনে।

দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়ির সামনের অংশ। দুর্ঘটনায় গুরুত্বর আহত হন প্রাইভেট গাড়িতে থাকা চার জন ও পোল্ট্রি বোঝাই পিকআপ ভ্যান গাড়িতে থাক দু জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পার্শ্ববর্তী বেলদা থানার পুলিশ। প্রাইভেট গাড়ি থেকে তিনজনকে সহজে উদ্ধার করা গেলেও গাড়ির চালককে ক্রেন দিয়ে টেনে বেশ কিছুক্ষণ পর উদ্ধার করা সম্ভব হয়।

চিকিৎসার জন্য তাদেরকে তড়িঘড়ি পাঠানো হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজানো হয় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে এছাড়া নম্বর জাতীয় সড়কের উপর।

পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশের সহযোগিতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্থ দুটো গাড়িকে উদ্ধার করে আটক করেছে বেলদা থানার পুলিশ।

Related Articles