কলকাতারাজ্যের খবর
ডাক্তারদের সুরক্ষাই আমাদের অগ্রাধিকার, আরজি করের দায়িত্ব নিয়ে জানালেন সপ্তর্ষি চ্যাটার্জি
Protection of doctors is our priority, said Saptarshi Chatterjee on the responsibility of RG tax

Truth Of Bengal: দায়িত্ব পেয়ে আর জি কর মেডিকেল হাসপাতালে এসে উপস্থিত হলেন নতুন এমএসভিপি সপ্তর্ষি চ্যাটার্জি। আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান শুধু আরজি কর হাসপাতাল নয়, সমস্ত হাসপাতালের ডাক্তারদের সুরক্ষাই আমাদের অগ্রাধিকার।
আশা করছি খুব শীঘ্রই আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মাত্রই আমি এলাম এখানে, আগে আমাকে জানতে দিন, বুঝতে দিন, তারপর অবশ্যই আপনাদেরকে পরবর্তী পদক্ষেপ জানাবো।
‘ডাক্তারদের সুরক্ষাই আমাদের অগ্রাধিকার’, আরজি করের দায়িত্ব নিয়ে জানালেন সপ্তর্ষি চ্যাটার্জি#RGKarProtest pic.twitter.com/IXllAdC6WO
— TOB DIGITAL (@DigitalTob) August 22, 2024