বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে!
Workers' protest on the Dhaka-Tangail highway demanding unpaid wages!

Truth Of Bengal: সমাবেশ হোক বা আন্দোলন বা কর্মবিরতি এখনো এসবের রেশ কাটেনি ওপার বাংলায়। এবার গাজীপুর জেলার কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবী নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রীতিমত বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা।
২১ আগস্ট বুধবার দুপুর ১টা নাগাদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ মাহমুদ জিন্স লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতির ডাক দেয়। তারপর চন্দ্রা এলাকায় একজোট হয়ে মহাসড়ক অবোরোধ করে।
অবরোধকালে কারখানার শ্রমিকরা তাদের মালিকের বিরুদ্ধে নানা রকমের স্লোগান দিতে থাকে। সাথে মহাসড়কের উপর বকেয়া বেতনের দাবী তুলে বিক্ষোভ শুরু করে। এই অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে চন্দ্রা রোড থেকে শুরু করে মৌচাক-কবিরপুর হয়ে গোড়াই পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দীর্ঘ সমস্যার সম্মুখীন হয়।
কারখানার স্টাফরা প্রায় ৫ মাসের ও শ্রমিকরা ২ মাস যাবত তাদের হকের বেতন পাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন শ্রমিকরা। তারা বেতন না পাওয়ায় অনেক কষ্টে দিন যাপন করে চলেছেন। শ্রমিকরা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, তারা অতি দ্রুত বেতন প্রাপ্তির আর্জি জানাচ্ছে প্রশাসনের কাছে।