কলকাতারাজ্যের খবর

 আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দিপ ঘোষকে ধরল সিবিআই

CBI arrested ex-principal Sandeep Ghosh in RGKAR case

Truth Of Bengal:  আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দিপ ঘোষকে ধরল সিবিআই। শুক্রবার দুপুরে রাস্তা থেকে তাকে ধরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। উল্লেখ্য, আরজিকর  কাণ্ড ঘটার পর অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ। শুক্রবার অধ্যক্ষকে হাজিরা দিতে বলেছিল সিবিআই। তবে তিনি উপস্থিত হয় নি।

উল্লেখ্য, আরজিকর ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। যদিও সেখানে বিক্ষোভ শুরু হয় সন্দীপের বিরুদ্ধে। এমনকি তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজে যাওয়ার আগে তার অধ্যক্ষের ঘরে তালা দেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। এমনকি কলকাতা হাই কোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যান সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ।

মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভূমিকার ক্ষোভ প্রকাশ করে হাই কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের প্রশ্ন, ঘটনা ঘটার পরে কেন হাসপাতালের সুপার এবং অধ্যক্ষ পুলিশে অভিযোগ করলেন না।

 

Related Articles