দেশ

CBI-এর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ, জামিন চেয়ে সুপ্রিম দ্বারস্থ কেজরিওয়াল

Kejriwal approaches the Supreme Court seeking bail

The Truth of Bengal: দিল্লির আবগারি মামলায় জেল থেকে মুক্তি চেয়ে শীর্ষ আদালতে আবেদন করলেন আম আদমি পার্টির প্রধান। সিবিআইয়ের মামলার পরিপ্রেক্ষিতেই এই আবেদন। সিবিআই মামলায় হাই কোর্টে হতাশ হওয়ার পর এবার সুপ্রিম দ্বারস্থ হলেন তিনি। কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদন দাখিল করেছেন।

আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর গত ২১ মার্চ থেকে জেলবন্দি কেজরিওয়াল। মাঝে কিছুদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়ে লোকসভা ভোটের প্রচার সারেন তিনি। এর পর ফের আত্মসমর্পণ করেন। যদিও তিহাড়ে বন্দি অবস্থাতেই মুক্তির লড়াই চালাচ্ছিলেন কেজরিওয়াল। কিছুদিন আগে ইডির মামলায় শীর্ষ আদালত জামিন দেয় কেজরিওয়ালকে। তবে জামিনে মুক্তির আগেই কেজরিকে জেলেই গ্রেপ্তার করে সিবিআই।

ফলে সিবিআই ফাঁসে আটকা পড়ে জেলমুক্ত আর হওয়া হয়নি কেজরিওয়ালের। তাই আবারও নতুন করে সিবিআইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন দিল্লির মুখ্যমন্ত্রী। জামিন চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। যদিও আদালত জানিয়ে দেয়, সিবিআইয়ের গ্রেপ্তারি মোটেই অবৈধ নয়। গ্রেপ্তারির পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে এজেন্সির হাতে। ৫ আগস্ট এই মামলায় হাই কোর্টে কেজরির আবেদন খারিজ হওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

তবে সুপ্রিম কোর্টে কবে কেজরিওয়ালের এই মামলার শুনানি হবে তা অবশ্য এখনও জানা যায়নি। অন্য একটি মানহানি মামলায় শীর্ষ আদালতে কিছুটা স্বস্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৬ বছর আগের সেই মামলায় স্থগিতাদেশের মেয়াদ ৬ সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে শীর্ষ আদালত।

Related Articles