বিনোদন

কলকাতা আসছেন ব্রায়ান অ্যাডামস! ‘সিটি অফ জয়’ থেকে শুরু গায়কের ভারত সফর

Brian Adams is coming to Kolkata! Singer's tour of India starts from 'City of Joy'

The Truth Of Bengal: সংগীত জগতের বিশ্বখ্যাত পপ-রক তারকা ব্রায়ান অ্যাডামসের ‘সামার অফ ৬৯’ গানে মত্ত কলকাতাবাসী। এ শহর কলকাতা তাঁকে ভালোবাসে, হয়ত সেই ভালোবাসার টানেই ব্রায়ান বললেন ‘হিয়ার আই অ্যাম’। এই প্রথম নিজের কলকাতাবাসী অনুরাগীদের ধরা দিতে সিটি অফ জয়-এ আসতে চলেছেন গায়ক। এর আগে তিনি পাঁচ বার ভারতে এসেছেন কিন্তু কলকাতায় একবারও আসা হয়নি তাঁর। হয়ত এবারেও কলকাতাবাসি তাঁকে পেতেন না, কারণ জানা গিয়েছিল, তিনি আসছেন ভারতের ‘রক ক্যাপিটল’ শিলংয়ে। কিন্তু এখন নিজের অনুরাগীদের ধরা দিতে তিনি তিলোত্তমাতে আসছেন। তাঁর শো-র নাম ‘সো হ্যাপি ইট হার্টস’। ব্রায়ানের কলকাতা সফরের আয়োজক হলেন রাজদীপ চক্রবর্তী, তিনি সংবাদ মাধ্যমকে জানান, “আমরা কলকাতায় ব্রায়ানের শো-টা করতে পারছি শুধুমাত্র মহেশ ভূপতির সহায়তায়। প্রথমে এসবের কিছুই ঠিক ছিল না। কিন্তু টানা ১০ দিনের আলোচনার পর কলকাতায় শো করতে তিনি রাজি হয়েছেন। সত্যিই এটা কলকাতাবাসির কাছে এক বড় প্রাপ্তি।”

রাজদীপ জানান, “অ্যাকুয়াটিকায় ৮-ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ব্রায়ানের শো। ১,৯৬৯ টাকা থেকে শুরু টিকিটের মূল্য। গায়কের ‘সামার ৬৯’ গান থেকে অনুপ্রাণিত হয়েই এমন মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকিটের মূল্য ২০ হাজার টাকা পর্যন্তও যেতে পারে। বুধবার থেকেই টিকিট কিনতে পাওয়া যাবে। এই টিকিট জোম্যাটো লাইভ থেকে কেনা যাবে।” ভারতে ব্রায়ান অ্যাডমাসের সঙ্গীতসফর কলকাতা থেকে শুরু হয়ে মুম্বই, বেঙ্গালুরু, গুরুগ্রাম ও হায়দরাবাদেও চলবে। ব্রায়ান তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, ”আমি আবারো ভারতে আসছি, ভীষণ উত্তেজিত। আমার আসছি ‘সো হ্যাপি ইট হার্টস’ সফরে।’’

Related Articles