রাজ্যের খবর

নতুন বছরে নতুন পথ পাবেন হাটজন বাজারের সাধারণ মানুষ, চালু হবে রেলওভার ব্রিজ

In the new year, the common people of Haatjon Bazar will get a new way, the rail over bridge will be opened

The Truth of Bengal : প্রায় কয়েক বছর ধরে চলছে টালবাহানায় হাটজন বাজার রেলওভার ব্রিজ তাতে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা তবুও সমস্যার সম্মুখীন হয়েই গন্তব্যস্থলে তারা নিত্যদিন যাতায়াত করছেন রেলগেটের যন্ত্রণা অসুস্থ রোগীকে রেফার করা হলে রেলগেটে দীর্ঘক্ষণ আটকে থেকে সময় ব্যয় পাশাপাশি মেডিকেল রোগীদের মৃত্যু ঘটছে এরকম যন্ত্রণা খবর দেখা গেছে প্রসঙ্গত এই রেল ওভার ব্রিজের যন্ত্রণা নিয়ে মানুষের অসুবিধা নিয়ে বারবার লোকসভায় সড়ক হতে দেখা গেছিল সাংসদ শতাব্দী রায় কে এমনকি রেলওভার ব্রিজের সামনে বীরভূম জেলার নেতৃত্ব বিক্ষোভ বসেন তারপর তড়িঘড়ি কন্টাকটার চেঞ্জ করে নতুন কন্টাকটার কে দিয়ে রি টেন্ডার করে নতুনভাবে কাজ শুরু হয়।

তবে অনেকটাই সম্পূর্ণ হয়ে এসেছে এই হাটজান বাজার রেলওভার ব্রিজের কাজ। বাকি টুকু করতে গেলে রাস্তা বন্ধ করতে হবে এমনটাই জানালেন ইঞ্জিনিয়াররা আজ সেই পরিদর্শনে ডিএসপি ট্রাফিক সিউড়ি পৌরসভার চেয়ারম্যান সহ সদর মহকুমা শাসকের আধিকারিক পরিদর্শন করলেন তবে বাইপাসের ব্যবস্থা করে এই রাস্তা বন্ধ করা যাবে বলে এমনটাই জানালেন অপরদিকে দুটি বাইপাসের মধ্যে যে সকল গাড়ি যানবাহন বড় সিউড়ির দিক থেকে বোলপুর দিকে যাওয়ার সময় তাদেরকে রেলওভার ব্রিজের অফিসের সাইট থেকে একটি রাস্তা করে দেওয়া হবে। এবং যেসব গাড়ি বড় গাড়ি বাস বোলপুর হয়ে সিউড়িতে আসবেন সেগুলিকে বাইপাস করে হাটজন বাজার কলোনির রেল ফুকো দিয়ে পার করবে এমনটাই আলোচনা হয়। তবে এই দ্রুত কাজের আবেদন রাখেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী । সেই সকল রেল ওভার ব্রিজের ইঞ্জিনিয়াররা কথা দেন তাদের সম্মুখীন এ ডিসেম্বরের মধ্যেই ওভার ব্রিজ তাদের হাতে তুলে দেবেন। এর ফলে নতুন বছরের নতুন পথ খুঁজে পাবেন। হাটজন বাজারের সাধারণ মানুষের মিটবে যানজটের যন্ত্রণা।

Related Articles