
The Truth Of Bengal : বিতর্কের কেন্দ্রে নিট। নিটের বেনিয়মে জাতীয় রাজনীতি তোলপাড়। সেই বিতর্কের আঁচ গিয়ে পড়ে সংসদেও। নিটের প্রশ্নপত্র ফাঁসের কেন্দ্রবিন্দুতে বিহার। গত রবিবারই বিহারে ছিল শিক্ষক নিয়োগের পরীক্ষা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাত নিট পরীক্ষায় দুর্নীতির পর বিহারে এই সংক্রান্ত প্রতিযোগীমূলক পরীক্ষায় প্রশাসনের তরফ থেকে আরও সতর্কতা বাড়ানো হচ্ছে। সেই পরিস্থিতির মধ্যেও বেশ কিছু চাকরিপ্রার্থী নিজেরা পরীক্ষা দিতে উপস্থিত না হয়ে অন্যদের তাদের বদলে পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে পাঠায়। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, মনোহর হাইস্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেফতার করা হ য় দু জন ভুয়ো পরীক্ষার্থীকে। জিলা স্কুল থেকেও গ্রেফতার আরও দুই ভুয়ো পরীক্ষার্থী। এছাড়াও বৈজকনাথপুরের এক স্কুল থেকেও পুলিশের হাতে পাকড়াও আরও একজন। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও এই একই ঘটনা ঘটেছে। চলতি মাসেই বিহারে সি-টেট পরীক্ষা চলাকালীন পুলিশের হাতে গ্রেফতার ৩ মহিলা সহ মোট ১৭ জন ভুয়ো পরীক্ষার্থী।