শ্রাবণী মেলা:আরও একটি হাওড়া– তারকেশ্বর ইএমইউ সোমবারের স্পেশাল ট্রেন
Shravani Mela: Another Howrah--Tarakeshwar EMU Monday Special Train

The Truth Of Bengal,রাহুল চট্টোপাধ্যায়: তারকেশ্বরের শ্রাবণী মেলা বঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ যা অসংখ্য ভক্তদের আকর্ষণ করে বার বার ।
বিশেষত রেল যাত্রার মাধ্যমে এবছরে শ্রাবণী মেলার সময়, তারকেশ্বর ও শেওড়াফুলি স্টেশনগুলিতে বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তের আগমন পূর্ব রেল তথা রেলের ইতিহাসে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। যার প্রতিরূপ হিসাবে পূর্ব রেলওয়ে প্রতিবার ই যাত্রী সহায়তায় এক গুরুতূপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, এবার ও ঠিক তেমনি এই প্রয়োজনটি বিবেচনা করে।
সকল পুণ্যার্থী দের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশন ২২.০৭.২০২৪ থেকে ১৯.০৮.২০২৪ পর্যন্ত প্রতি সোমবার শ্রাবণী মেলার সময় হাওড়া ও তারকেশ্বরের মধ্যে আরও একটি ইএমইউ স্পেশাল ট্রেন চালু করবে।মহাদেব শিবের জলাভিষেকের সুবিধার্থে পূণ্যার্থীদের পরিবহনের জন্য, তারকেশ্বর – হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন তারকেশ্বর থেকে সকাল ১১:৩৫ টায় ছেড়ে হাওড়া পৌঁছাবে দুপুর ১:০৫ টায় এবং হাওড়া – তারকেশ্বর ইএমইউ স্পেশাল হাওড়া থেকে দুপুর ১:২০ টায় ছেড়ে তারকেশ্বর পৌঁছাবে বিকেল ২:৫০ টায়।