দেশ

বেপরোয়া গতির জেরে আবারও দুর্ঘটনা পুনেতে

Accident due to reckless speed

The Truth of Bengal: বেপরোয়া গতির জেরে আবারও দুর্ঘটনা পুনেতে। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা মারে বাইক আরোহী যুগলকে। দূরে ছিটকে পড়েন দুজনই। ঘটনাস্থল থেকে পলাতক গাড়ির চালক। দুর্ঘটনার মুহূর্তের সেই ছবি সিসিটিভি ক্যামেরাবন্দি মুম্বই, নাসিকের পর এবার পুণে। বেপরোয়া গতিতে ছুটে যাওয়া একটি গাড়ি গিয়ে ধাক্কা মারে একটি বাইকে।

বৃহস্পতিবার আহমেদনগর-কল্যান হাইওয়েতে  ঘটে যায় এই দুর্ঘটনা। দুর্ঘটনার সেই মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানেই দেখা যাচ্ছে, বেপরোয়া গতিতে একটি গাড়ি ছুটে এসে পেছন দিক থেকে ধাক্কা মারে বাইক আরোহী এক যুগলকে। সেই ধাক্কাতেই দূরে গিয়ে ছিটকে পড়ে বাইকে থাকা দুজন।

জানা যায়, আহত ওই যুগলকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, প্রাথমিক চিকিতসার পর আপাতত দুজনই সুস্থ রয়েছেন। তবে অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পায়। ইতিমধ্যেই গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানাতে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে পুলিশি তদন্ত।

Related Articles