কেনাকাটায় এআই প্রযুক্তির ব্যাবহার নিয়ে সেমিনারের আয়োজন ক্রেতা সুরক্ষা দফতরের
Department of Consumer Protection organized a seminar on the use of AI technology in shopping

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের চাঁদুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কেনাকাটায় এ.আই প্রয়োগ করে কিভাবে সুবিধা পাওয়া যেতে পারে তার পাঠ দেওয়া হয়। উপভোক্তাদের স্বার্থে ন্যায্য ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তার (এ.আই) প্রয়োগ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। বিষয়টি নিয়ে আলোকপাত করেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের উপসহ অধিকর্তা শুভ রায়, উপস্থিত ছিলেন চাঁদুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন খাঁড়া, চাঁদুর হাই স্কুলের কনজুমার ক্লাবের নোডাল অফিসার খগেন্দ্রনাথ মন্ডল।
এদিন ছাত্র-ছাত্রীদের জানানো হয় কেনাকাটায় কি ধরনের সাবধানতা নিতে হবে। ঠকে গেলে কোথায় কিভাবে অভিযোগ জানাতে হবে। বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিটি কেনাকাটা য় রশিদ বিল নেয়ার পরামর্শ দেয়া হয় ছাত্রছাত্রীদের। এমআরপি উপর বেশি দাম নিলেই ক্রেতা সুরক্ষার দপ্তরে অভিযোগ জানাতে হবে।সেমিনারে শেষে ছাত্রছাত্রীদের নিয়ে একটি ক্যুইজের আলোচনা করা হয়।