বর্ষার মাঝে বেড়েছে সাপের উপদ্রব, যারজন্য সর্পদংশনে মৃত্যুর সংখ্যাও বাড়ছে
Snake infestation has increased during the monsoon

The Truth of Bengal: বর্ষার মাঝে দক্ষিণ ২৪পরগনার নানা অংশে বেড়েছে সাপের উপদ্রব। যারজন্য সর্পদংশনে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। নতুন করে চন্দ্রবোড়ার কামড় বেড়ে যাওয়ায় সু্ন্দরবনের বাসন্তীর মতোই ক্যানিংয়েও আতঙ্ক বেড়েছে। তাই সাপের কামড় খাওয়ারপর আক্রান্ত মানুষেরা ছুটে আসছেন হাসপাতালে। রোজা –গুণিনের প্রতি বিশ্বাস কমে যাচ্ছে জেলার মানুষের।
বর্ষার শুরুতেই সুন্দরবনে দেখা যাচ্ছে বিষধর সাপের আরও উপদ্রব। তাতে আতঙ্কিত গ্রামবাসীরা। টানা দু-তিন মাস ধরে প্রচন্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বাড়ে বিষাক্ত সাপের উপদ্রব। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বেশ কয়েকটি জায়গায় রাতে পথ চলতি মানুষদের নজরে পড়ে বিষাক্ত সাপ। সন্দেশখালি, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবনের নানা এলাকার একধিক মৎস্যজীবীর আটলে সাপ ধরা পড়ে, কোথাও বা জালে আটকে যায়, যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়ায়।এবার বর্ষার শুরুতেও সাপের ভয় কাটছে না।বিশেষ করে নতুনভাবে চন্দ্রবোড়া দংশনে অনেক মানুষ মারা গিয়েছেন।সম্প্রতি যাতিনা বিবি নামে এক মহিলাকেও সাপে কামড়ায়।অতীত থেকে শিক্ষা নিয়ে সঙ্গে সঙ্গে তাঁর পরিবার রোজা-গুণিনের প্রতি বিশ্বাস এখন আর দেখা যাচ্ছে না দ্বীপ অঞ্চলের মানুষের।
চন্দ্র বড়া বিভিন্ন বালি এলাকায় বসবাস করে, সেখান থেকে লোকালয়ে বেরিয়ে এসে দংশন করে বিষাক্ত সাপেরা।তাই গোসবা, বাসন্তী, চুনো খালি এলাকায় সৌরবিদ্যুত লাগানোর ব্যবস্থা করেছে বনদফতর। প্রশাসনের তরফ থেকে চলছে প্রাণ বাঁচাতে প্রচার। বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রেখেই জল-জঙ্গলের এই পরিবেশে চলছে সাপের মোকাবিলা করার কাজ।