দেশ

সিবিআই-এর অপব্যবহার নিয়ে রাজ্যের অভিযোগের মান্যতা দিল সুপ্রিম কোর্ট

The Supreme Court accepted the state's complaint about CBI's misuse

The Truth Of Bengal :  সিবিআইএর-এর এক্তিয়ার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল বাংলা। এফআইআর রুজু তদন্তে আগাম অনুমতি নিতে হবে। সিবিআইয়ের প্রয়োজন রাজ্যের আগাম অনুমতি— এই যুক্তি দেখিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল বাংলা। সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের এই আবেদনে চ্যালেঞ্জ জানায় কেন্দ্রের সরকার। কেন্দ্রের বক্তব্য ছিল, সিবিআই একটি স্বশাসিত সংস্থা, সেই সংস্থা স্বাধীন ভাবে তদন্ত করতে পারে, এফআইআর রুজু করতে পারে। প্রয়োজনে কাউকে গ্রেফতার করতে পারে। সেই সংস্থার দায় কেন্দ্রীয় সরকারের নয়। তাই কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করার অধিকার নেই রাজ্যের, তাই এই মামলা গ্রহণযোগ্য নয়— সুপ্রিম কোর্টে এই আবেদন করে কেন্দ্র।

সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি কেআর গাভাই এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, মামলায় রাজ্য সরকারের আবেদন গ্রহণযোগ্য। সুপ্রিম কোর্ট যে আর্জি জানিয়েছিল তা খারিজ হয়ে গেল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার নানা অভিযোগ উঠেছে। রাজনৈতিক স্বার্থে নানা এজেন্সিকে ব্যবহার করার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, এমন অভিযোগের কোনও সারবত্তা নেই। কারণ প্রতিটি সংস্থা স্বশাসিত। তাই এই মামলা গ্রহনযোগ্য নয় বলে কেন্দ্র দাবি করলেও তা মানেনি সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, এই মামলা গ্রহণযোগ্য।

সুপ্রিম কোর্ট এই মামলা শুনবে। আগামী ১৩ আগস্ট ফের ওই মামলার শুনানি আছে হবে। এদিনের এই নির্দেশ পরিষ্কার, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে রাজ্য বারবার যে অভিযোগ করেছিল, তা উড়িয়ে দেওয়া যায় না। মামলা গ্রহণযোগ্য বলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল এদিন, তাতে এটা পরিষ্কার হয়ে গেল।

Related Articles