কলকাতারাজ্যের খবর

রাজনীতির রং ভুলে ফুটপাথ জবরদখলমুক্ত করতে উদ্যোগী পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

The East Burdwan district administration is eager to free the footpaths from encroachment, forgetting the color of politics

The Truth Of Bengal : উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য জনপথের সম্প্রসারণ ওসংস্কারে জোর দিয়েছে প্রশাসন। তার মাঝে শহরাঞ্চলে অভিযোগ ওঠে, ফুটপাথ দখল করে এক শ্রেণির মানুষ বেআইনি কাজ করছে। সাধারণ মানুষের চলার পথে বাধা তৈরি করছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নগরজীবনের গতি বাড়াতে রাস্তার দখলদারি হঠানোর কাজ চলছে জোরকদমে। কলকাতার মতোই জেলাতেও এই দখলমুক্ত করার অভিযান আলাদা নজর কাড়ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে গতি বাড়ানোর চেষ্টা যেমন চলছে তেমনই মানবিক মুখ বজায় রেখে অন্যত্র প্রকৃত হকারদের বসানোর কাজও সমান তালে চলছে। আর্থ-সামাজিক এই ভারসাম্য বজায় রাখার এই কাজ চলছে পূর্ব বর্ধমানেও। তবে রাজনীতির রং না দেখেই সরকারি জমি বা জায়গা উদ্ধার করা হচ্ছে। এখন অভিযান স্থগিত রেখে ১মাস পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।   বিচ্ছিন্নভাবে অভিযান যে চলছে তাতেও সবদিক খতিয়ে দেখা হচ্ছে। সবমহলের রুটি-রুজির বিন্যাস ঠিক রাখার কাজ চলবে বলে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ জানিয়েছেন।

সরকারি জায়গা যদি তৃণমূল কংগ্রেসের কোনও নেতা দখল করে থাকেন তাহলেও তাঁকে রেয়াত করা হবে না। আইনের উর্ধ্বে একেবারেই কেউ নন। জনস্বার্থে সবার উন্নয়ন আর কর্মসংস্থানের এই বিকল্প ভাবনা কার্যকর করতে প্রশাসন সব সম্ভাবনাই দেখে নিতে চাইছে। প্রকৃত হকাররা বর্ধমান শহরে নিয়ম মেনে ব্যবসা করলে কোনও সমস্যা হবে না। তবে অবৈধভাবে যদি কেউ জায়গা দখলের চেষ্টা করে তাতে আইনি পথে এই সমস্যার সুরাহা করা হবে বলে পুরকর্তারা জানিয়েছ্নে। স্থানীয়রা বলছেন, বর্ধমান শহরে কিছু মানুষ না বুঝেই বাড়ি করে, এখন প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই করবে। তাই সবার স্বস্তির কথা ভেবে পুরপ্রশাসন সবপক্ষের সঙ্গে আলোচনার ভিক্তিতে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে তৈরি হচ্ছে।

Related Articles