দেশ

সংসদে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন, কিন্তু কবে ?

Nirmala Sitharaman is going to present the budget in Parliament

The Truth of Bengal: ২০২৪-২৫ অর্থবর্ষে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের ২৩ জুলাই হতে চলেছে সেই বাজেট পেশ। আর এদিন এমনটাই ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সদ্য শেষ হয়েছে ২৪-র লোকসভা নির্বাচন। আর তৃতীয়বার মোদি ক্ষমতায় আসার পর এবার বাজেট পেশ করতে চলেছে নির্মলা সীতারামন।

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কিরেন রিজিজু। পোস্টে তিনি জানিয়েছেন, চলতি বছরের ২২ জুলাই শুরু হবে বাজেট অধিবেশন আর শেষ হবে ১২ অগাস্ট। প্রসঙ্গত, এই নিয়ে সাত বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন বাজেট পড়তে চলেছেন।

অপরদিকে, বিরোধীদের নজরে রয়েছে এই বাজেটও। এর আগেও একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করতে ছাড়েনি বিরোধীরা। অপরদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন-” সরকারের সুদূরপ্রসারী নীতি এবং দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে। ” সব মিলিয়ে, আগামী ২৩ জুলাই সংসদে কী হতে চলেছে, এখন সেটাই দেখার।

Related Articles