দেশ

সংসদ কাঁপালেন বিরোধী দলনেতা রাহুল, হিন্দুত্ব নিয়ে বিজেপিকে একহাত

Leader of opposition Rahul shook the parliament, single-handedly BJP with Hindutva

The Truth Of Bengal:  বিরোধী দলনেতা হিসাবে সোমবার সংসদে প্রথমবার ভাষণ দিলেন রাহুল গান্ধী। আর প্রথম দিনের ভাষনে রণংদেহি মনোভাব। তুলোধনা করলেন বিজেপিকে। রাহুল গান্ধীকে প্রতিহত করতে আসরে নামতে হয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আসরে নামেন অমিত শাহরা। সংসদে শিবের ছবি দেখিয়ে এদিন হিন্দুত্ব নিয়ে কড়া বক্তব্য রাখেন রাহুল। এছাড়াও রামমন্দির, যীশু খ্রীষ্ট, গুরু নানক সহ অন্যান্য ছবি হাতে নিয়ে এদিন নরেন্দ্র মোদি সরকারকে একহাত নেন বিরোধী দলনেতা। রাহুল গান্ধী তাঁর ভাষণে বলেন, বিজেপি গোটা দেশে হিংসা ছড়াচ্ছে। ঘৃণা ছড়িয়ে চলেছে। হিন্দুরা কখনই হিংসা ছড়ায় না।

রাহুল বলেন, আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়। বিরোধী দলনেতার এই মন্তব্যের পরেই আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুলকে উদ্দেশে তিনি বলেন, “আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না।” পাল্টা জবাব দেন বিরোধী দলনেতা। কেন্দ্রকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, সরকারের অন্যায় বা ভুল নিয়ে প্রশ্ন তুললেই প্রতিহিংসার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের। জেলে ভরা হচ্ছে বিরোধী নেতাদের। তাঁর নিজের উপর আক্রমণের কথাও এদিন স্মরণ করিয়ে দেন রাহুল। রাহুল বলেন, ‘আমার উপরেও আক্রমণ হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে বাড়ি। ৫৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।’

রাহুল গান্ধীর ঝাঁজালো ভাষণ থামাতে শাসক শিবিরের পক্ষ থেকে ব্যাপক হই হট্টগোল শুরু হয়। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি রাহুল। রাহুল বলেন, ‘পরমাত্মা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।’ রাহুল গান্ধীর কথায় ‘হিন্দুত্ববাদ ভয় ধরানোর জন্য নয়। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্যও নয়। ‘বিরোধী দলনেতার মন্তব্যের প্রতিবাদ করেন খোদ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের উপর চরম আঘাত।’ পালটা রাহুলের মন্তব্য, ‘প্রধানমন্ত্রী আর বিজেপি গোটা হিন্দু সম্প্রদায় নয়।’ রাহুল গান্ধীর এই রণংদেহি মনোভাবে সংসদ গমগম করে।

Related Articles