দেশ

ওয়াইসির ‘জয় প্যালেস্টাইন’ স্লোগানের পাল্টা বিজেপি সাংসদ গাংওয়ারের, ‘জয় হিন্দু রাষ্ট্র’ স্লোগান লোকসভায়, দেখুন ভিডিয়ো

BJP MP Gangwar counters Waisi's 'Victory Palestine' slogan, 'Victory Hindu Rashtra' slogan in Lok Sabha, watch video

The Truth Of Bengal :  অষ্টাদশ লোকসভার সূচনা থেকেই শাসক-বিরোধী সংঘাত তীব্রতর হচ্ছে।গণতন্ত্রের মন্দিরে ক্ষমতা জাহিরের চেষ্টা করছে বিজেপি। স্পিকার পদ নিয়ে এনডিএ-র সঙ্গে ইন্ডিয়া জোটের বিরোধ প্রকাশ্যে এসেছে। তবুও বিজেপি ক্ষমতার দম্ভ দেখাতে ছাড়ছে না বলে বিরোধীদের অভিযোগ।এর মাঝে বিজেপি সাংসদ ছত্রপাল সিং গাংওয়ারের লোকসভায় মন্তব্য তুমুল বিতর্ক তৈরি করেছে। সংসদে দাঁড়িয়ে ছত্রপাল সিং  গাংওয়ার মন্তব্য করেন “জয় হিন্দু রাষ্ট্র”।  গেরুয়া শিবিরের সেই  স্লোগানের প্রবল প্রতিবাদ জানিয়েছেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ আপত্তি তুলে সরব হয়েছেন।তাঁর এই মন্তব্য আসলে সংবিধানের মূল্যবোধ বিরোধী।

উল্লেখ্য,অষ্টাদশ লোকসভায় শপথ বাক্য পাঠ করার সময় আচমকা ছত্রপাল সিং গাংওয়ার জয় হিন্দু রাষ্ট্র বলে চিত্কার করেন। সাংসদের সেই স্লোগান এক্সে শেয়ার করেন অনেকেই।কেউ কেউ সেই স্লোগানের প্রশংসাও করেছেন। তবে বেরিলির বিজেপি সাংসদের তুমুল সমালোচনা করেছেন কেউ কেউ।

এর আগে এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসির জয় প্ল্যাসেটাইন স্লোগান বিতর্কের ঝড় তোলে। শপথের সময় আসাদউদ্দিন ওয়াইসি বিতর্কিত মন্তব্য করে বসেন। বিজেপি বলছে আসলে এই ধরণের স্লোগানের পিছনে অভিসন্ধি রয়েছে।  বিজেপি সাংসদ শোভা কারন্দলাজে এই “জয় প্যালেস্টাইন” স্লোগানের বিরুদ্ধে মুখর হন। আপত্তি তোলেন লোকসভার অধিবেশনের মধ্যেই। সেসময় লোকসভার প্রোটেম স্পিকার নিশ্চিত করেন লোকসভার রুল অনুসারে যাবতীয় কিছু রেকর্ড করা হবে।আপত্তিকর মন্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। যদিও আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন তিনি সংসদের রীতি মেনেই এই স্লোগান দিয়েছেন।

আশা করা হয়েছিল,প্রধানমন্ত্রীর কথামতো বিজেপি সাংসদরা সংযত আচরণ করবেন।কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করবেন না।কিন্তু কে শোনে কার কথা,বাগযুদ্ধ জারি রাখতে তাঁরা ওয়াইসিকে টক্কর দিতে নেমে পড়েছে।বিরোধী ইন্ডিয়া জোট মনে করছে,সংবিধান-গণতন্ত্রের স্পিরিটকে   সম্মান না জানিয়ে আসলে বিজেপি সংসদকে দলীয় প্রচারের মঞ্চ করে তুলতে চাইছে। তাই গেরুয়া শিবিরের এই বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য আগামীদিনে বিজেপি বিরোধী শিবিরকে বাড়তি অস্ত্র দিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন।এনডিএ বনাম ইন্ডিয়ার দ্বৈরথের জেরে এবার  লোকসভার অধিবেশন যে উত্তপ্ত হয়ে উঠতে চলেছে তা মোটের ওপর মনে করছেন অনেকে।  অতীতেও বিজেপি সাংসদরা ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেন,এই অষ্টাদশ লোকসভাতেও সেই ক্ষমতাসীন শিবিরের সাংসদদের কোনও বাক সংযম বজায় না থাকায় ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে তা মঙ্গলকর নয় বলেও বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা স্পষ্ট করেছেন।

Related Articles