NEET বিতর্কের মাঝে কড়া পদক্ষেপ সরকারের, নিল তিনটি বড় সিদ্ধান্ত
Amidst the NEET controversy, the government took a tough step, took three boon decisions

The Truth of Bengal: NEET-UG পরীক্ষায় কারচুপির অভিযোগকে খুব গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। NEET পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় শনিবার তিনটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির বা এনটিএ-এর ডিজি-র পদ থেকে সুবোধ কুমার সিংকে অপসারণ করেছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রদীপ সিং খাড়োলাকে। রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া NEET পরীক্ষা স্থগিত করেছে সরকার। অন্য একটি বড় সিদ্ধান্ত হল NEET-UG কারচুপির তদন্ত সিবিআই-এর কাছে হস্তান্তর করা।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা NEET-এ ব্যাপক দুর্নীতির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে বিজেপি সরকার। দুর্নীতি যে হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই অবস্থায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফে। পরীক্ষা স্বচ্ছ করতে ওই কমিটি রিপোর্ট দেবে সরকারকে। সেই মোতাবেক পদক্ষেপ করবে সরকার। কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই এনটিএ-এর ডিজি-কে অপসারণ করা হল। শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এনটিএ-র বর্তমান ডিজি সুবোধ কুমার সিংকে সরানো হয়েছে। তাঁর আনা হচ্ছে প্রাক্তন আইএএস প্রদীপ সিং খাড়োলাকে।
ইতিমধ্যে বিহার এবং গুজরাট পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে কিছু অভিযুক্তকে গ্রেফতার করেছে। এবার সিবিআই নথিভুক্ত করা মামলাটি গ্রহণ করবে। গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদস তদন্ত এগিয়ে নিয়ে যাবে। সিবিআই এই মামলায় সারা দেশে তার শাখাগুলির মাধ্যমে ইনপুট সংগ্রহ করতে বলেছে। ইউজিসি নেট মামলায় অজানা ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জালিয়াতির মামলা নথিভুক্ত করে আজ উত্তর প্রদেশের কুশিনগরে একজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি NEET মামলায় বিহার দেওঘর থেকে কিছু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা NEET পেপার ফাঁসের তদন্ত করছে। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে NEET পেপার ফাঁস সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট জমা দিয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত তদন্তে পাওয়া সব প্রমাণ এবং গ্রেফতার হওয়া অভিযুক্তদের জবানবন্দিসহ সমস্ত প্রমাণ শিক্ষা মন্ত্রকে জমা দিয়েছে বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। এদিকে, রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া NEET-PG পরীক্ষা বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন। ‘ফাইমা ডক্টরস অ্যাসোসিয়েশন’ বলেছে, এটা একেবারেই লজ্জাজনক যে NEET PG পরীক্ষা আবার স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের ঠিক একদিন আগে এমন পদক্ষেপে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন তাঁদের জন্য হয়রানি।