Uncategorized

কালনা বিজেপিতে বড়সড় ভাঙন! পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে যোগ পঞ্চায়েত সদস্য-সহ ৫০ জন

Big break in Kalna BJP

The Truth Of Bengal : পূর্ব বর্ধমান, মনিরুল ইসলাম :  পঞ্চায়েত ভোটে হাট কালনা পঞ্চায়েতের নিউ মধুবন এলাকার 107 নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মন্ডল সহ বিজেপির পঞ্চাশ জনের উপর কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। কালনা নিউ মধুবন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপির কার্যকর্তারা। তাদের হাতে তৃণমূলের দলীও পতাকা তুলে দিলেন, কালনা বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবপ্রসাদ বাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন কালনা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শান্তি চাল সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। উল্লেখ্য পঞ্চায়েত ভোট সহ গত কয়েকদিন আগেই সম্পন্ন হওয়ার লোকসভা ভোটেও এই ১০৭ নম্বর বুথে বিজেপি জয়লাভ করেছে বেশ কিছু ভোটে।

তারপরও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে বিশ্বজিৎ তিনি বলেন, “বিজেপির সদস্য হয়ে এলাকার উন্নয়ন সম্ভব হচ্ছিল না। তৃণমূলের যোগদান করার পর নিশ্চয়ই মানুষের স্বার্থে, উন্নয়নের কাজ করতে পারব। এই আশা রেখেই তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।”

এ প্রসঙ্গে দেবপ্রসাদ বাবু তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন তারা।” এ প্রসঙ্গে বিজেপি জেলা সহ সভাপতি সুভাষ পাল জানায়, “বিশ্বজিৎ মন্ডল পোস্ট পোল ভায়োলেন্সের শিকার তাকে জোর করে তৃণমূলে যোগদান করিয়েছে কিন্তু ভবিষ্যতে সে বিজেপিতে ফিরে আসবে।”

Related Articles