দেশ

দিল্লিতে আম মেলা, স্টল নিয়ে হাজির বাংলা

Mango Mela in Delhi, Bangla appeared with stalls

The Truth Of Bengal : রাহুল চট্টোপাধ্যায় : রাজধানী দিল্লিতে শুরু হয়েছে আম মেলা। চলবে ৩০ শে জুন পর্যন্ত। রাজধানী দিল্লির আম মেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদার আমের স্টল। মালদা জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত। এই স্টলে পাওয়া যাচ্ছে মালদার জগৎ বিখ্যাত ল্যাংড়া, লক্ষণভোগ সহ বিভিন্ন প্রজাতির আম। আজ দিল্লির হ্যান্ডলুম হাটে এই আম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়া দিল্লিতে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার উজ্জয়িনী দত্ত , মালদা মাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এর সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এ বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সহ জানান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা র আম বাজারজাত করার জন্য এবং পশ্চিমবঙ্গের যারা হস্তশিল্পী আছেন তাদের উৎপাদিত জিনিসপত্র মার্কেটিং করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মালদার জগৎ বিখ্যাত তিন প্রজাতির আম এখানে রয়েছে। প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে আমপ্রেমী দিল্লী বাসীদের মধ্যে।

Related Articles